ত্রিমোহিনী থেকে সিদাই পর্যন্ত রাস্তার বেহাল দশা

0
253

নিজস্ব সংবাদদাতা,হিলি:

গ্রাম বাংলা যখন উন্নতির সোপান তখন অন্তরায় হয়ে দাড়িছে পথ ঘাট। ত্রিমোহিনী থেকে সিদাই পর্যন্ত রাস্তাটি পীড়ার কারণ হয়েছে এলাকাবাসীর। হিলি ব্লকের ৩নং ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী ত্রিমোহিনী থেকে সিদাই পর্যন্ত ৫কিমি রাস্তার অবস্থা বর্তমানে বেহাল। প্রায় সারা বছরই কম বেশি ব়ৃষ্টির জেরে রাস্তায় জমে থাকে জল। বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুজল। দীর্ঘদিনধরে সংস্কার না হওয়ায় রাস্তার অবস্থা বেহাল।বার বার স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লকপ্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি।বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম সিদাই। রাস্তাটি তৈরির পর থেকেই সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ে। সিদাই থেকে ত্রিমোহিনী – ৫কিমি রাস্তার দু’পাশে রয়েছে৫-৬ টি গ্রাম। রয়েছে বেশ কয়েকটি প্রাথমিক স্কুলও  স্বাস্থ্যকেন্দ্র। এলাকার প্রায় ৬-৭ হাজার গ্রামেরমানুষ প্রতিদিন রাস্তাদিয়ে যাতায়াত করে।জল জমে থাকায় মাঝেমধ্যেই ঘটে ছোটো বড়দুর্ঘটনা।রাতে রোগীদেরহাসপাতালে নিয়ে যেতেসমস্যায়  পড়তে  হয় এলাকাবাসীদের।এইসমস্যা নিয়ে গ্রামবাসীরাস্থানীয় ৩ নম্বর ধলপড়াগ্রাম পঞ্চায়েতের কাছেও লিখিত  অভিযোগ করেন। ব্লক অফিসেও জানানো হয়। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এবিষয়ে স্থানীয়গ্রামবাসী  ধিরেন মহন্ত,কালীচরন ঘোষ, লগেনপাহানরা জানান, “দীর্ঘদিন থেকে এলাকার এক মাত্র রাস্তাটি বেহালহয়ে পড়ে রয়েছে।বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভহয়নি।” প্রশাসন তাদের আশ্বস্ত করলেও,  রাস্তাটি আজও সংস্কার করাহয়নি।

এবিষয়ে হিলি ব্লকপ্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া  হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here