বেহাল রাস্তা, নজর নেই প্রশাসনের

0
77

সুদীপ পাল, বর্ধমানঃ

দীর্ঘদিন ধরে বেহাল পানাগড় বাজার থেকে সিলামপুর পর্যন্ত সাড়ে চার কিলোমিটার রাস্তা। পানাগড় বাজার, সিলামপুর, ভরতপুর, আমলাজোড়া, চাকতেঁতুল, মানাচরের হাজার হাজার মানুষের পানাগড় ও কাঁকসা যাতায়াতের একমাত্র পথ পানাগড়-সিলামপুর রাজ‍্যসড়ক। বেহাল রাস্তায় যান চলাচল থেকে শুরু করে পায়ে চলা সবেতেই বিপাকে পড়ছেন এলাকার মানুষ।  ২০১৩ সালে রাস্তার সংস্কার হয়েছিল কিন্তু বাসিন্দাদের অভিযোগ, দামোদর নদের বিভিন্ন বৈধ ও অবৈধ বালি খাদান থেকে ওভার লোডেড বালি বোঝাই ট্রাক এই রাস্তা দিয়ে  নিয়মিত যাতায়াত করে। ফলে রাস্তা ক্রমশ বেহাল হচ্ছে। বেহাল রাস্তা দিয়েই রীতমত আতঙ্কের সাথে যাতায়াত করে বহু স্কুলের ছাত্রছাত্রী সহ অফিস যাত্রীরা।

বেহাল দশা

কয়েকমাস আগে ডাম্পার ও বালি বোঝাই লরি বিপরীতমুখে যাওয়ার সময় এই বেহাল রাস্তায় চাকা বসে পাশাপাশি আটকে যায়। ফলে বেশ কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়ে এলাকার মানুষরা চরম দুর্ভোগে পড়েছিলেন। এলাকাসীর অভিযোগ, প্রশাসনিক আধিকারিকদের বার বার এই রাস্তার বেহাল দশা নিয়ে বলা সত্বেও প্রশাসনিক কর্মকর্তারা এই গুরুত্বপূর্ণ রাস্তা নিয়ে কোন ব্যবস্থা নিচ্ছেন না। স্থানীয় প্রশাসন বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here