সাদিখাঁন দেয়ার রাস্তা না সুইমিং পুল! কি বলছেন এলাকাবাসী!

0
80

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

বছরের পর বছর ধরে ভয়ানক অবস্থা জলঙ্গি ব্লকের সাদিখাঁন দেয়ার স্কুল মোড় থেকে পঞ্চায়েত অফিস বেসরকারি কলেজ হয়ে ফকিরাবাদ পর্যন্ত প্রায় ১৩ কিলো মিটার পিচ রাস্তার। এমনই বেহাল দশা যে, দেখে বোঝার উপায় নেই যে কোন সময় এটি রাস্তা ছিল। বর্তমানে রাস্তা না পুকুর তা বোঝা মুশকিল। রাস্তা সারানোর দাবীতে রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ থেকে শুরু করে মাছ ধরে বিক্ষোভ পর্যন্ত দেখা গিয়েছে অনেক সময়।এই গুরুত্বপূর্ণ রাস্তাদিয়ে হাজার হাজার মানুষকে প্রতিদিনের যাতায়াত করতে হয়,বিডিও অফিস থেকে শুরু করে থানা,কৃষি দপ্তর,ভূমি দপ্তর, বিদ্যুৎ দপ্তর সব ক্ষেত্রেই এই রাস্তাই ব্যবহার করতে হয়। আর বিকল্প রাস্তা দিয়ে যেতে হলে প্রায় ১০ থেকে ১৫ কিলো মিটার রাস্তা ঘুরে যেতে হয়।  পঞ্চায়েত মেম্বার, প্রধান- কাউকে জানিয়ে কোনো সুরাহা হয়নি আজও।

নিজস্ব চিত্র

সিপিআইএম-এর প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার বলেন, এই সরকারের সকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত আর দুর্নীতির সঙ্গে থেকে কোনো দিন উন্নয়ন করা যায়না। তিনি আরো বলেন যে ওই রাস্তা বাম আমলে তৈরি হয় এবং তারপরে আর কোনো কাজ করা হয়নি তৃণমূল সরকারের সময়।ওই রাস্তা সারাইয়ের দাবিতে প্রতিবাদ মিছিল করা হয়েছে।  আগামী দিনে সিপিআইএম এই রাস্তা মেরামতের দাবিতে আরো বড়ো আন্দোলনে নামবে।  সাদিখাঁন দেয়ার কংগ্রেস অঞ্চল সভাপতি আশরাফুল ইসলাম রাজ্য সরকারকে নিশানা করে বলেন, সরকার বলছে একশো শতাংশ কাজ হয়েগেছে। বাস্তবিকই কাজ হয়ে গেছে, না হলে কিভাবে সাদিখাঁন দেয়ার অঞ্চলে প্রায় ১৩ কিলোমিটার রাস্তায় সুইমিং পুল তৈরি হলো,অঞ্চলের মানুষ রাস্তায় বেরোলেই সুইমিং পুলে স্নান করতে পারছেন আর কি চাই উন্নয়ন!

জেলা পরিষদের তৃণমূলের সদস্য ইকবাল আহম্মেদ জানান ওই রাস্তার অবস্থা সত্যি খুবই খারাপ ,রাস্তা সারাই-এর জন্য টেন্ডার পর্যন্ত হয়েছিল কি কারণে যে ঠিকাদাররা কাজ করেননি  তা স্পষ্ট নয়।জেলা পরিষদের সভাধিপতি কে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবে।তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাকিবুল ইসলাম রকি বলেন রাস্তার সমস্ত কাজ করার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে, জেলা পরিষদের অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হয়ে যাবে। এলাকাবাসীর প্রশ্ন আদৌ কি অর্থ বরাদ্দ হবে এই সরকারের আমলে আর তাও যদিবা হয়, তাতে কি রাস্তা সারাই হবে নাকি সেটাকা ঢুকবে তৃণমূল নেতাদের পকেটে!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here