মহিলা কর্মচারীকে কুপ্রস্তাব, ক্ষোভে দোকান ভাঙচুর

0
35

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

Vandalised store | newsfront.co
ভাঙচুর।নিজস্ব চিত্র

দোকান মালিকের বাড়িতে থেকে কাজ করতে চাইলে এক মহিলা কর্মচারীকে কুপ্রস্তাব দোকান মালিকের। প্রতিবাদে দোকান ভাঙচুর, উত্তেজনা। থানায় লিখিত অভিযোগ দায়ের নির্যাতিতা যুবতীর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে।

delator worker | newsfront.co
অভিযোগকারী কর্মচারী।নিজস্ব চিত্র

ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন ওই দোকানের মালিক। দোকান মালিকের কঠোর শাস্তির দাবি করেছেন নির্যাতিতা যুবতী ও তার পরিবার।

mother of delator worker | newsfront.co
অভিযোগকারী কর্মচারীর মা।নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের বকুলতলা মোড়ে একটি কসমেটিকসের দোকানে এক যুবতী এক মাস দশ দিন ধরে কাজে যোগ দিয়েছেন। বাড়িতে কিছু সমস্যার কারনে ওই যুবতী দোকান মালিক কমল সরকারের বাড়িতে থেকে দোকানের কাজ করতে চেয়ে আর্জি জানায়। দোকানের যুবতী কর্মচারীর এই আর্জিতে সাড়া দিয়ে দোকান মালিক তাকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। মালিকের কাছ থেকে এই ধরনের প্রস্তাব পেয়ে ওই যুবতী মানসিকভাবে মুষড়ে পড়ে। সে আত্মহত্যা করবে বলেও ভাবনা চিন্তা করে। মেয়ের এই অবস্থা দেখে মায়ের সন্দেহ হয়। মেয়েকে জিজ্ঞাসা করতেই মেয়ে দোকান মালিকের সব কুকথা জানায়। এরপরই আজই রায়গঞ্জ শহরের বকুলতলা মোড়ে ওই কসমেটিকস দোকানের মালিক কমল সরকারের কাছে লোকজন নিয়ে আসে নির্যাতিতা যুবতীর পরিবার। উত্তেজিত মানুষজনেরা ভাঙচুর চালায় কসমেটিকসের দোকানে।

Kamal Sarkar | newsfront.co
কমল সরকার, অভিযুক্ত দোকান মালিক।নিজস্ব চিত্র

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ এরপরই রায়গঞ্জ থানায় অভিযুক্ত কমল সরকারের বিরুদ্ধে রায়গঞ্জ থানায়, লিখিত অভিযোগ দায়ের করে। নির্যাতিতা যুবতীর মায়ের অভিযোগ, মেয়েকে নানাভাবে কুপ্রস্তাব সহ উত্যক্ত করত দোকান মালিক কমল সরকার। তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এমনকি মেয়ে আত্মহত্যার পথে যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছিল।

আরও পড়ুনঃ ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

তিনি বলেন, দোকানের মালিক কমল সরকারের বিরুদ্ধে যদি পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা না করে তাহলে তারা সপরিবারে আত্নহননের পথে যেতে বাধ্য হবেন। যদিও দোকান মালিক কমল সরকার তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তার বিরুদ্ধে চক্রান্তের পালটা অভিযোগ তুলেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here