ওয়েবডেস্ক:-
ধর্মশালা থেকে দিল্লি বেড়াতে যাচ্ছিলেন প্রকাশ। গত ২৬ নভেম্বর রাতে তিনি দিল্লির বাসে ওঠেন। কিন্তু স্থানীয় কাংড়া এলাকায় বাস পৌঁছানোর পর তিনি একটু আরাম করার জন্য পায়ের জুতা-মোজা খুলে রাখেন। আর তাতেই ঘটে বিপত্তি।
অন্য যাত্রীদের অভিযোগ, প্রকাশ কুমারের মোজা থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল। সহযাত্রীরা তাঁকে কয়েকবার মোজা ব্যাগে ঢুকিয়ে রাখার অনুরোধ করেন। এমনকি একপর্যায়ে বাসের জানালা দিয়ে মোজা ফেলে দেওয়ারও অনুরোধ করা হয়। কিন্তু রাজি হচ্ছিলেন না প্রকাশ। এ নিয়ে বাসের অন্য যাত্রীদের সঙ্গে তাঁর ব্যাপক বচসা হয়। গাড়ি থামিয়ে বচসা মেটানোর চেষ্টা করেছিলেন বাসের চালক ও তাঁর সহকারী। কিন্তু কিছুতেই কিছু হয়নি। মানানো যায়নি প্রকাশ কুমারকে। প্রস্তাবে কিছুতেই রাজি না হওয়ায় বাসের অন্য যাত্রীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাঁরা চালককে বাস থামাতে বাধ্য করেন। পরে হিমাচল প্রদেশের উনা এলাকার এক থানায় প্রকাশকে নিয়ে যাওয়া হয়। সেখানেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। প্রকাশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ করছেন বাসের অন্য যাত্রীরা।
পুলিশ তাঁর বিরুদ্ধে জনসাধারণের মধ্যে হাঙ্গামা সৃষ্টির অভিযোগে মামলাও করেছে। উনা অঞ্চলের পুলিশ সুপার সঞ্জীব গান্ধী বলেন, থানাতেও বেজায় হইচই করেছেন প্রকাশ কুমার। পরে জামিনে মুক্ত হন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584