খারাপ ভেন্টিলেশন,শিশুমৃত্যু ঘিরে উত্তেজনা

0
67

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবনির্মিত মাতৃ মা নামক শিশু ও মাতৃ পরিষেবা কেন্দ্রে চিকিৎসকদের গাফিলতি ও আয়াদের তোলাবাজিতে উত্তেজনা ছড়ালো গতকাল রাতে।১৯ দিনের এক শিশুর চিকিৎসকদের গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে ব্যাপক গন্ডগোল হয় গতকাল রাত দশটা থেকে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।সপ্তাহ খানেক আগে মেদিনীপুর সদর ব্লকের এক প্রসূতিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য নির্মিত মাতৃ মা তে ভর্তি করা হয়।

নিজস্ব চিত্র

প্রায় ১৫ কোটি টাকা খরচ করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই বিশেষ ভবনটি তৈরি করা হয়েছে। যেখানে শিশু ও মায়ের বিশেষ পরিষেবা দেওয়া হবে একই ছাতার তলায়।সেই পরিষেবা দেওয়া শুরু হতেই ভুড়িভুড়ি অভিযোগ উঠেছে।সব থেকে বড় সমস্যা মাথাচাড়া দিয়েছে আয়াদের তোলাবাজি।এই কেন্দ্রে গত তিন সপ্তাহ আগে মেদিনীপুর সদর ব্লকের এক প্রসূতিকে ভর্তি করা হয়েছিল।শুরু থেকেই শিশুর চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ ছিল তার পরিবারের। চিকিৎসকরা জানিয়েছিলেন শিশুর অবস্থা খারাপ, ভেন্টিলেশনে রাখতে হবে।কিন্তু মেদিনীপুর হাসপাতালে ওই বিভাগে শিশুদের ভেন্টিলেশন মেশিন নাকি খারাপ হয়ে গিয়েছে।ডাক চিকিৎসকরা জানিয়ে দেন শিশুকে অন্যত্র নিয়ে গেলেও সমস্যা হতে পারে।পরিবারের অভিযোগ এর সমস্ত কথাবার্তা বলে চিকিৎসকরা খুব একটা গুরুত্ব ছিল না শিশুটির দিকে।এরপর গতকাল জানিয়ে দেয় শিশুটির মৃত্যু হয়েছে।তারপর এই উত্তেজনা ছড়ায় ওই পরিবারের লোকজনের মধ্যে। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তারা।

আরও পড়ুনঃ ফের অঙ্গদান,প্রতিস্থাপন কলকাতায়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here