নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফের ছিনতাই ফালাকাটার জটেশ্বরে। বৃহস্পতিবারের ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জটেশ্বরে। জানা গেছে, এক মাইক্রোফিনান্স কোম্পানির টাকা সংগ্রহ করে অফিসে আসার পথেই ছিনতাইকারীর কবলে পড়েন এক মহিলা কর্মী। ছিনতাইকারীর মধ্যে এক দুষ্কৃতী ওই মহিলা কর্মীর কাছ থেকে অফিসের ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ রায়ত জায়গা কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের সমর্থকদের বিরুদ্ধে, হতাশায় দিন গুনছেন প্রৌঢ়া
এদিন সকালে তপসীতলা-জটেশ্বর সড়ক ধরে প্রমোদনগর থেকে জটেশ্বরের শাখায় আসছিলেন ওই মাইক্রোফিনান্স কোম্পানির মহিলা কর্মী। বাজার লাগোয়া এলাকায় আসার পরেই ওই মহিলার সাইকেলে থাকা একটি ব্যাগ ছিনিয়ে চম্পট দেয় বাইকারোহী ওই দুষ্কৃতী।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সংস্থার অন্যান্য কর্মীরাও। পরে বিষয়টি নিয়ে জটেশ্বর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন কর্মীরা।
যদিও সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার জানিয়েছেন, ছিনতাই হওয়া ব্যাগে টাকা ছিল না। তবে ওই ব্যাগে অফিসের ট্যাব-সহ বেশ কিছু কাগজপত্র ছিল। জটেশ্বর ফাঁড়ির পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584