ব্যাগ ভ্রান্তি,জি আর পি’র তৎপরতায় উদ্ধার

0
87

শ্যামল রায়,নবদ্বীপঃ

ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় মাঝে মধ্যেই বিভিন্ন যাত্রীর ব্যাগ হারিয়ে যাওয়া এবং টাকা পয়সা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে থাকে।যদিও জানা গিয়েছে যে নবদ্বীপ রেল স্টেশনসহ কালিনগর কালনা বিভিন্ন রেলস্টেশনে জিআরপি পি’র উদ্যোগে সিভিক পুলিশ নজরদারি চলে।থাকে আর পি এফ’র টহল। তবু চুরির ঘটনা একটা নিত্য নৈমিত্তিক বলেই যাত্রীদের অভিযোগ।

কিন্তু রবিবার ঘটল ভিন্ন ঘটনা।একযাত্রীর হারিয়ে যাওয়া ব্যাগ এবং চোদ্দ হাজার টাকা উদ্ধার হল জি আর পি’র তৎপরতায়।নবদ্বীপ রেলস্টেশনে জি আর পি’র ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক গৌতম ভট্টাচার্য জানিয়েছেন যে,আমরা একযাত্রীর হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করেছি।যাতে চোদ্দো হাজার টাকা ছিল এবং বিভিন্ন কাগজপত্র সহ কিছু পোশাক ছিল।সেই ব্যাগ আমরা উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়েছি।
গৌতম বাবু আরো জানিয়েছেন যে, পূর্বস্থলী থানার অন্তর্গত নতুন লক্ষীপুরের বাসিন্দা মহাদেব পাল তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় কোন এক রেলস্টেশনে তার ব্যাগ অন্যের সাথে পরিবর্তন হয়ে যায়।তখন মহাদেব পাল নবদ্বীপ জি আর পি’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।গৌতম বাবু অভিযোগ পেয়ে দ্রুত বিভিন্ন থানায় মেসেজ পাঠায় এবং ব্যাগটি উদ্ধার করবার জন্য উদ্যোগ গ্রহণ করেন। তদন্তে নেমে তিনি জানতে পারেন যে বলাগর থানা আর রাজবংশী পড়ার বাসিন্দা কালীপদ রায় মহাদেব পালের ব্যাগ নিয়ে চলে গেছেন।কালীপদ রায় জানিয়েছেন যে,একই রকম ব্যাগ থাকার কারণে তিনি বুঝতে পারেন নি।ট্রেন থেকে নেমে যাওয়ার পর তিনি বুঝতে পারেন যে এটা অন্যের ব্যাগ।তিনিও মৌখিকভাবে বলাগড়  জি আর পি’র কাছে জানান।

জি আর পি থানায় ব্যাগ বদল।নিজস্ব চিত্র

অভিযোগ যে ওখান থেকে সেরকম একটা তৎপরতা দেখা যায়নি কিন্তু নবদ্বীপ রেল স্টেশনের জি আর পি’র তরফ থেকে উদ্যোগ গ্রহণ করার পরে উভয়ের মধ্যে একটা যোগাযোগ পেয়ে যান খুব শীঘ্রই।রবিবার দুই ব্যক্তি তাদের কাছে থাকা ব্যাগ নিয়ে এসে জমা দিলে উভয়ের হাতে তাদের নিজের নিজের ব্যাগ দুটি তুলে দেন গৌতম ভট্টাচার্য।
উভয় ব্যাক্তি খুশি বলে জানা গিয়েছে।গৌতম ভট্টাচার্য আরও জানিয়েছে যে,তিনি নবদ্বীপের স্টেশনে জি আর পি’র দায়িত্বে আসার পর থেকেই এখানে সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। চুরি ছিনতাইয়ের কোন অভিযোগ তার কাছে জমা পড়েনি তিনি সব সময় নিজেই নজরদারি রাখেন এবং যাত্রীদের সুরক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা নিয়ে থাকেন। এটি নজরদারি এবং তদন্তের একটা সুফল বলে তিনি মনে করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here