বাংলাদেশে বাঘা যতীনের মূর্তি ভাঙচুর, আটক ৩

0
88

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর এবার বাংলাদেশে ভাঙা হল বিপ্লবী বাঘা যতীনের মূর্তি। আর তাতেই ফের উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। ঘটনাস্থল সেই কুষ্টিয়া। বৃহস্পতিবার রাতের দিকে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটায়। কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস এম তানভীর হোসেন বলেছেন, এই ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে।

Bagha Jatin's statue | newsfront.co
ভাঙা মূর্তি। ছবিঃ বিবিসি বাংলা

বিবিসি বাংলা সূত্রে খবর, জেলা প্রশাসক আসলাম হোসেন জানিয়েছেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার ব্যাপারে সুনির্দিষ্ট অনেক তথ্য পেয়েছেন।

কুষ্টিয়া কুমারখালি উপজেলার কয়া গ্রামে কয়া মহাবিদ্যালয়ের উঠোনে প্রতিষ্ঠিত ছিল বিপ্লবী বাঘা যতীনের মূর্তি। রাতের অন্ধকারে সেই মূর্তি ভাঙা হয়েছে। মূর্তিটির ডান গালে ও নাকের ওপর একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুনঃ ভ্যাকসিন থেকে মুখ ফেরাচ্ছে ৭০ শতাংশ ভারতীয়, সমীক্ষায় এল চাঞ্চল্যকর তথ্য

এর আগে কুষ্টিয়াতেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছিলো। ঘটনায় জড়িত থাকার সন্দেহে একটি মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষককে আটক করেছিল পুলিশ। এরপর আবারও সেই বাংলাদেশেই আরও এক স্বাধীনতা সংগ্রামীর মূর্তি ভাঙার ঘটনা ঘটল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here