নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
শীতের শুরুতেই রাজনীতির উত্তাপ বেড়েছে নবাবের জেলায়। তার মূল কারণ,একদা জেলার তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। গোটা বাংলার সাথে এই জেলাতেও শুরু হয়েছে এ নিয়ে জোর জল্পনা।
লোকসভা নির্বাচনেও মুর্শিদাবাদ জেলার দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। জেলা পেয়েছিল তৃণমূলের দুটি সাংসদ। মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শুভেন্দু ঘনিষ্ঠ বৈদ্যনাথ দাস আজ জানালেন শুভেন্দু অনুগামী নেতৃত্বরা কোন পথে যাচ্ছে।
আরও পড়ুনঃ শুভেন্দু অনুগামী হওয়ায় অপসারিত হতে হয়েছে, প্রতিবাদে হাইকোর্টে পিটিশন টিএমসি নেতার
বৈদ্যনাথ দাস একটি সাংবাদিক বৈঠক করে প্রথমেই জানান তিনি সহ জেলার শুভেন্দু অনুগামী নেতৃত্বরা শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছিলেন। শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা সহ রাজ্যের একাধিক দফতরের গুরুত্বপূর্ণ পদ থেকে কেন ইস্তফা দিয়েছেন সে ব্যাপারে বৈদ্যনাথ দাস জানিয়েছেন, সেটি একান্তই শুভেন্দু বাবুর ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে তিনি কিছু জানেন না। শুভেন্দু বাবু যদি দল পরিত্যাগ করে তাহলে মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের অপূরণীয় ক্ষতি হবে বলে তিনি জানান।
শুভেন্দু যদি দল ত্যাগ করেন তাহলে আপনারা কি করবেন? সে প্রশ্নের উত্তরে বৈদ্যনাথ বাবু জানান, “আমরা কোন সিদ্ধান্ত নেব না। আমরা ভাববো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তারপর আমরা সিদ্ধান্ত নেব কি করব আমরা।”
আরও পড়ুনঃ ডিপি বদলে রাজ্যজুড়ে সংহতি জ্ঞাপন শুভেন্দু অনুগামীদের
সাংবাদিকরা প্রশ্ন করেন, শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পরে তৃণমূল কংগ্রেসের কি কোন ক্ষতি হয়েছে? এ প্রসঙ্গে তিনি জানান অবশ্যই ক্ষতি হয়েছে।যদিও তিনি এখনও দলেই আছেন তিনি দল ছাড়লে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও তৃণমূল কংগ্রেসের অন্দরে ধস নামবে।
মুর্শিদাবাদ জেলায় শুভেন্দু অধিকারীর কতটা প্রভাব কাজ করছে? এ বিষয়ে বৈদ্যনাথ বাবু জানান, শুভেন্দু অধিকারীর প্রভাব মুর্শিদাবাদ জেলায় অনেকটাই রয়েছে। কারণ মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মফিজউদ্দিন মন্ডলের স্মরণসভার দিন স্মরণ সভায় জনজোয়ার লক্ষ্য করা গেছে।
শুভেন্দু বাবু কি দলে থাকবেন কি থাকবেন না এ বিষয় নিয়ে বৈদ্যনাথ বাবু জানান তার সঙ্গে এখনও পর্যন্ত কিছু কথা হয়নি, তাই তিনি স্পষ্টভাবে কিছু জানেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584