ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
২০১৯ সালে নতুন নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দেশ। সিএএ, এনআরসি, এনপিআর বিরোধী আন্দোলনের অন্যতম উদাহরণ হয়ে ওঠে দিল্লির শাহীনবাগ। পরে দিল্লিতে বেঁধে যায় সাম্প্রদায়িক দাঙ্গা। সেই দাঙ্গার চক্রান্তকারী হিসেবে অন্যান্যদের সঙ্গে আসিফ ইকবাল তানহা, দেবাঙ্গনা কলিতা ও নাতাশা নারওয়ালের বিরুদ্ধে দায়ের হয় ইউএপিএ মামলা। গ্রেপ্তার করা হয় তিনজনকেই।
মঙ্গলবার দিল্লি দাঙ্গা সংক্রান্ত সেই মামলার শুনানিতে জামিন পেলেন তিনজনই। ব্যক্তিগত ৫০ হাজার টাকা বন্ডে ও স্থানীয় দুই সিওরিটির শর্তে তাদের জামিন মঞ্জুর করে দিল্লি হাইকোর্টের জাস্টিস সিদ্ধার্থ মৃদুল ও জাস্টিস জয়রাম ভম্ভানির ডিভিশন বেঞ্চ। শর্ত হিসেবে, আদালত তিনজনকেই তাদের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সঙ্গে তাদের মামলার ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
Breaking: Delhi High Court Grants Bail To Devangana Kalita, Natasha Narwal And Asif Iqbal Tanha in Delhi Riots case https://t.co/ex8bJu7PLu
— Live Law (@LiveLawIndia) June 15, 2021
আরও পড়ুনঃ ২০১৮ সালের ঘটনায় ঐশী ঘোষকে শোকজ জেএনইউ কর্তৃপক্ষের
দেবাঙ্গনা ও নাতাশা দুজনেই জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্কলার ও ‘পিঞ্জরা তোড়’ নামক এক সংগঠনের সক্রিয় কর্মী। তারা ২০২০ সালের মে মাস থেকে বন্দী রয়েছেন দিল্লির তিহার জেলে। তবে সাম্প্রতিক মৃত বাবার শেষকৃত্য সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন নাতাশা নারওয়াল। অন্যদিকে আসিফ ইকবাল তানহার ছিলেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পার্সি অনার্সের ছাত্র।
উল্লেখ্য, জামিন প্রসঙ্গে দিল্লি হাইকোর্ট জানায়, প্রতিবাদের অধিকার আইনবিরুদ্ধ নয়। প্রতিবাদের অধিকার’কে সন্ত্রাসবাদী কার্যকলাপ বলা যাবে না। ভিন্নমতকে দমন করার উদ্বেগ সংবিধান স্বীকৃত প্রতিবাদের অধিকার এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের পার্থক্য রেখাটা ঝাপসা করে দিচ্ছে। এই মনোভাব গণতন্ত্রের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584