দিল্লি হিংসা মামলায় জামিন পেলেন ইশরাত জাহান, স্থগিত রইল শারজিল ইমামের জামিনের সিদ্ধান্ত

0
71

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসা মামলায় অবশেষে কংগ্রেস কাউন্সিলর ইশরাত জাহানের জামিন মঞ্জুর করল দিল্লির আদালত। গত মাসে এই জামিন মামলার রায়দান স্থগিত রাখে আদালত। এর পর সোমবার অতিরিক্ত দায়রা বিচারক অমিতাভ রাওয়াত জামিন মঞ্জুর করেন তাঁর। ২০২০ সালে উত্তর পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ৫৩ জন মানুষ, আহত হন ৭০০-রও বেশি।

Israt Jahan
ইশরাত জাহান, ছবিঃ লাইভ ল

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত কংগ্রেসের কাউন্সিলর ছিলেন ইশরাত জাহান। পাশাপাশি সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যও ছিলেন ইশরাত। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে হিংসা ছড়ানো এবং ষড়যন্ত্রের অভিযোগে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে ইশরাত-কে। তখন থেকেই তিনি জেলে বন্দি ছিলেন। ইশরাতের বিরুদ্ধে ইউএপিএ সহ আরও বেশ কিছু ধারায় মামলা রুজু করা হয়। ২০২০ সালের জুন মাসে বিয়ের কারণে তাঁকে ১০ দিনের অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করেছিল আদালত।

আরও পড়ুনঃ লখিমপুর খেরির পুনরাবৃত্তি! পুলিশকর্মী সহ ২৩ জনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন বিজেডি বিধায়ক

ইশরাতের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ইশরাতের বিরুদ্ধে হিংসা এবং ষড়যন্ত্রের কোনও প্রমাণ দাখিল করতে পারেনি পুলিশ। শেষ পর্যন্ত ইশরাতের জামিন মঞ্জুর হলেও এই মামলায় আরও দুই অভিযুক্ত শারজিল ইমাম এবং সেলিম খানের জামিনের সিদ্ধান্তের বিষয়টি আগামী ২২ মার্চ পর্যন্ত স্থগিত রেখেছে আদালত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here