নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
২০১৮ সালের আগস্ট মাস ভীমা-কোরেগাঁও মামলায় অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন অশীতিপর সমাজকর্মী ভারভারা রাও। জেলে থাকাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি, কোভিডেও আক্রান্ত হন তিনি। দু’বার তাঁকে হাসপাতালে ভর্তিও করা হয়। বর্তমানে তিনি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার কারণেই এদিন কয়েকটি শর্ত সাপেক্ষে ভারভারা রাওয়ের জামিন মঞ্জুর করল হাইকোর্ট।
জামিনে থাকাকালীন মুম্বইয়ে থাকতে হবে ভারভারা রাওকে। তদন্তের স্বার্থে এনআইএ ডাকলেই তাঁকে হাজিরা দিতে হবে এবং পাসপোর্ট জমা রাখতে হবে কেন্দ্রীয় সংস্থার কাছে। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সমাজকর্মী ভারভারা রাও-এর জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। জামিন মঞ্জুরের সময় বিচারপতি বলেন, এখন ভারভারা রাওকে জামিন না দিলে মানবাধিকার রক্ষার অধিকারকে অসম্মান করা হবে আদালতের পক্ষে।
আরও পড়ুনঃ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি
জামিন মঞ্জুর হওয়ায় খুশি সমাজকর্মীর মেয়ে পবনী। তিনি বলেন, “গত আড়াই বছর ধরে ভীমা কোরেগাঁও মামলায় কেউ সামান্যতম স্বস্তিটুকুও পায়নি। এই মামলায় এটাই প্রথম বড় স্বস্তি। আমরা খুব খুশি। তবে যেহেতু আদালতের রায় অনুযায়ী মুম্বইতেই থাকতে হবে তাঁকে, সেই অনুযায়ী আমাদেরও পরবর্তী পরিকল্পনা গ্রহণ করতে হবে।“
আরও পড়ুনঃ জাকির হোসেনের উপর হামলার তদন্ত সিবিআই কে দেওয়া হোকঃ অধীর
প্রবীণ অধ্যাপক এবং কবি ভারাভারা রাওকে ২০১৮ সালের ২৮ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকা এবং মাওবাদীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে গ্রেপ্তার করে পুণে পুলিশ। ওই মামলার চার্জশিটে দাবি করা হয়েছে, ২০১৮ সালের ১ জানুয়ারি ভীমা কোরেগাঁওতে দলিত বিজয়দিবস অনুষ্ঠানে ব্যাপক গন্ডগোলের পিছনে ভারভারা রাও সহ আরও ৪ জন সমাজকর্মী জড়িত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584