অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি

0
129

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

rubel shek | newsfront.co
রুবেল শেখ

রুবেল শেখ, বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি গ্রেপ্তার মুম্বাই পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি একজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ শনিবার বলেন, সম্প্রতি পুলিশের হাতে ধরা পড়েন এই রুবেল শেখ নামের বিজেপি নেতা। তদন্তে জানা গিয়েছে তিনি একজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, বেআইনিভাবে ২০১১ সাল থেকে মুম্বাইতে বসবাস করছিলেন।

স্থানীয় বিজেপি নেতা, রুবেল জনু শেখ বিজেপির উত্তর মুম্বাই সংখ্যালঘু মোর্চার সভাপতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় নাগরিক হিসেবে যা কিছু প্রমাণ তিনি ব্যবহার করতেন তা সবই নকল। ভারতীয় দণ্ডবিধির পাসপোর্ট আইন এবং বিদেশি নাগরিক আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সূত্র মারফত জানা গিয়েছে, আধার কার্ড ও প্যান কার্ড সহ ভারতীয় নাগরিকত্বের যাবতীয় প্রমাণ রুবেলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তা সমস্তই নকল। এই বিষয়ে এনসিপি র মুখপাত্র মহেশ তাপাসে বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি এমন একজনকে পদে বসিয়েছে যার নাগরিকত্বের কোনো কাগজপত্রই তারা খতিয়ে দেখেনি, এই দায় তাদেরই নিতে হবে।

আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় সাংগঠনিক বৈঠক বামেদের

কংগ্রেসের মুখপাত্র সচিন সাওয়ান্ত এই প্রসঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সচিব সাওয়ান্ত ট্যুইট করে প্রশ্ন তুলেছেন যে,” এটা কি বিজেপির সঙ্ঘজিহাদ? সচিন সাওয়ান্ত বলেন, “উত্তর মুম্বাইয়ের বিজেপির মাইনরিটি সেলের জেলা সভাপতি একজন বাংলাদেশি। আমি বিজেপিকে জিজ্ঞাসা করছি যে, এটা বিজেপির সঙ্ঘজিহাদ কি? সিএএ আইনে কি বিজেপির জন্য বিশেষ বন্দোবস্ত করেছেন অমিত শাহ? দেশজুড়ে আলাদা আইন আর বিজেপির জন্য আলাদা আইন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here