নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রবিবার সল্টলেকের ইজেডসিসি-তে বিজেপির বিজয়া সম্মিলনীতে হাজির থাকার জন্য বৈশাখীর মোবাইল ফোনে ফোন করে আমন্ত্রণ জানানো হয় শোভন চট্টোপাধ্যায়কে, কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি বৈশাখীকে।
রবিবার বিকেলে বঙ্গ বিজেপির বিজয়া সম্মিলনী, কিন্তু উপস্থিত থাকছেন না শোভন-বৈশাখী জুটি। বিজয়া সম্মিলনীতে বৈশাখীকে বাদ দিয়ে, আমন্ত্রণ জানানো হয়েছে শুধু শোভনকে। তাই দলীয় অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত দু’জনের।
শোভন চট্টোপাধ্যায় জানান, রবিবার সল্টলেকের ইজেডসিসি-তে বিজেপির বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকার জন্য বৈশাখীর মোবাইল ফোনে ফোন করে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ জানানো হয়নি বৈশাখীকে।
আরও পড়ুনঃ লাল ছেড়ে গেরুয়াতে আস্থা হলদিয়ার ২২ বাম নেতা-কর্মীর
অমিত শাহ থেকে শুরু করে অরবিন্দ মেনন বা অমিতাভ চক্রবর্তী সকলেই যোগাযোগ রাখেন শোভন-বৈশাখীর সঙ্গে, বৈঠক করেন তাও দলীয় কোন অনুষ্ঠানে দুজনের কাউকেই দেখা যায় না। অমিত শাহের সাথে গভীর রাতের বৈঠকের পর বৈশাখী ফেসবুকে পোস্ট ও করেন সে প্রসঙ্গে আবার দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শাড়ি, পাঞ্জাবি উপহার পেয়েও উচ্ছসিত হন শোভন-বৈশাখী।
আরও পড়ুনঃ শোভনের বাড়িতে বৈশাখীর বিলম্বিত ভাইফোঁটায় বিজেপির কেন্দ্রীয় নেতারা
সম্প্রতি, বঙ্গ বিজেপির রাজ্য কমিটিতে স্থান হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের, কিন্তু তাও কোনও দলীয় অনুষ্ঠান, কর্মসূচি, মিটিং-মিছিলে দেখা যায় না তাঁদের। বিজেপির বিজয়া সম্মিলনীতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ বিতর্কে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন যে, বিজয়া সম্মিলনীতে সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। হয়তো কেউ ফোন ধরেননি।
আরও পড়ুনঃ দলনেত্রীর সাথে দেখা করার দাবিতে তৃণমূল সদর কার্যালয়ে সামনে ধরনা কর্মীদের
২০১৯ এর আগস্ট মাসে বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বিধায়ক শোভন এবং তাঁর বান্ধবী বৈশাখী। কিন্তু কখনো কোনও দলীয় কর্মসূচিতে, কোনো মিটিং-মিছিলে অংশ নিতে দেখা দেখা যায়নি দুজনকে।
তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া অন্য নেতা-নেত্রীরা যখন রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন, সেখানে অদ্ভুতভাবে নিষ্ক্রিয় এই দুজন। সদ্য রাজ্য কমিটিতে সদস্য পদ দেওয়া হয়েছে শোভন-বৈশাখীকে। কিন্তু তবুও গোলপার্কের ফ্ল্যাটের বাইরে রাজনীতির ময়দানে দেখা মেলেনা এই দুজনের।
এমনকি ইজেডসিসিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল পুজো উদ্বোধনেও আমন্ত্রিত ছিলেন তাঁরা, কিন্তু সেখানেও এই দুজনের অনুপস্থিতি নজর কেড়েছে সকলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584