উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
শুক্রবার রাতে গোলপার্কে শোভনের ফ্ল্যাটে এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ( সংগঠন) অমিতাভ চক্রবর্তী। প্রায় সারারাত ধরে বৈঠক করে শোভন ও বৈশাখী বিজেপির প্রচারে ও সংগঠনের কাজে নেমে পড়বেন বলে সিদ্ধান্ত হয়।
সে রাতে অরবিন্দ মেনন ও অমিতাভ চক্রবর্তীকে ভাইফোঁটা দেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু শনিবার সকাল হতেই ফের তাল কেটে যায়। রবিবার বিজেপির বিজয় সম্মীলনিতে বৈশাখীকে বাদ দিয়ে শোভন চট্টোপাধ্যায়কে ফোন করে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়। এতেই সুর কাটে বলে খবর। কারণ শোভন ও বৈশাখী উভয়েই বিজেপির কর্মসূচির সদস্য। তখন শোভন এই অনুষ্ঠানে যাওয়া বাতিল করে দেন।
আরও পড়ুনঃ ভগবানপুরে বিজেপির মহা মিছিলকে ঘিরে উত্তেজনা,ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী
বিজেপি সূত্রে জানা গেছে,ভুল বোঝাবুঝি দূর করতে শনিবার রাত থেকে সক্রিয় হয়েছিলেন মেনন। দলের একটি অংশ যে বৈশাখীকে বাদ দিয়ে শোভনকে অস্বস্তি বাড়াতে সচেষ্ট হয়েছিল, তা মেনন বুঝতে পারেন বলে বিজেপি সূত্রের দাবি। কিন্তু দিলীপের অঙ্গুলিহেলনেই এ সব হচ্ছে বলে যে ধারণা তৈরি করার চেষ্টা হয়েছিল, তা ভুল প্রমাণ করতে মেনন সক্রিয় হন। দিলীপ এবং বৈশাখীর সঙ্গে দফায় দফায় কথা বলেন মেনন।
আরও পড়ুনঃ আরও একবছর বিনামূল্যে রেশনের দাবিতে জাতীয় প্রতিবাদ দিবস পালন
দিলীপ একাধিক বার ফোন করার চেষ্টা করেও বৈশাখীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে বৈশাখীকে জানান মেনন। এর পর রবিবার রাতে বৈশাখী ফোন করেন দিলীপকে। ভুল বোঝাবুঝি ‘কেটে যায়’ সেখানেই।
দিলীপের সঙ্গে কথা হওয়ার পরে বৈশাখী রবিবার রাতে বলেছেন, “দিলীপদা অনেক বার ফোন করেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে শুনলাম। তাই আমি নিজেই ফোন করেছিলাম। দিলীপদা তখন নিজেও বললেন যে, তিনি কিছুতেই যোগাযোগ করতে পারছিলেন না।”
বৈশাখীর কথায়, “একটা বিভাজনের চেষ্টা দলেরই কেউ কেউ করছিলেন। তার দায়টা কৌশলে দিলীপদার উপরে চাপানোর চেষ্টাও হচ্ছিল। কিন্তু তার সঙ্গে আমার সরাসরি কথা হওয়ায় সে চেষ্টা সফল হল না। আগামী দিনে দিলীপদার নেতৃত্বেই আমরা দলের হয়ে কাজ করব।”
আরও পড়ুনঃ একুশের ভোটের আগে প্রকাশ্যে এল সাধন-পরেশের দ্বন্দ্ব
বৈশাখীর এই মন্তব্যেই স্পষ্ট যে, দিলীপের সঙ্গে তার কথা কতটা ফলপ্রসূ হয়েছে। ‘দিলীপদার নেতৃত্বে কাজ করব’, এই মন্তব্য এর আগে কখনও শোনা যায়নি বৈশাখীর মুখে। বিজেপি সূত্রের খবর, রবিবার রাতের এই একটা ফোনালাপ অনেক বরফ গলিয়ে দিয়েছে।
কথা এতটাই উষ্ণ আবহে হয়েছে যে দিলীপকে বৈশাখী মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানা গিয়েছে। দিলীপও নিমন্ত্রণ গ্রহণ করেছেন এবং শোভনের গোলপার্কের বাড়িতে মধ্যাহ্নভোজ সারতে যাবেন বলে বৈশাখীকে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584