নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:
পাতিয়ালায় খলিস্তান বিরোধী মিছিলে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে বন্ধ করা হলো মোবাইল ইন্টারনেট পরিষেবা। ঘটনার সূত্রপাত হয় শুক্রবার। খলিস্তান পন্থীদের বিরুদ্ধে দুটি মিছিল হয় পাতিয়ালা শহরে। সেই মিছিলগুলিতেই দু পক্ষের মধ্যে বাধে তুমুল সংঘর্ষ। তার জেরেই আজ বন্ধ করা হল শহরের মোবাইল ইন্টারনেট পরিষেবা।
শুক্রবারের ঘটনার পরিপ্রেক্ষিতে বদলি করা হয়েছে পাতিয়ালা রেঞ্জের আইজি , সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ও পাতিয়ালায় এসপি-কেও। এমনটাই জানানো হয় সরকারি সূত্রে। পাশাপাশি পাতিয়ালা জেলায় সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা, SMS পরিষেবা ও ডঙ্গলের মাধ্যমে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রেখেছে সরকার। শুধুমাত্র ভয়েস কল পরিষেবা চালু রাখা হয়েছে।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, দেশ বিরোধী ও সমাজ বিরোধী কোন রকম কার্যকলাপ যাতে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত না করতে পারে, কোন প্রাণহানি ও সম্পত্তি হানির ঘটনা প্রতিরোধ করতে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজনীয় মনে করা হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেকারণে পাতিয়ালা জেলায় জনস্বার্থে বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট ও SMS পরিষেবা। পাশাপাশি শুক্রবার সন্ধ্যা ৭ টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।
সরকারি সূত্রে জানা গিয়েছে, শিবসেনা (বাল ঠাকরে) কার্যনির্বাহী সভাপতি হরিশ সিংলা কে বিনা অনুমতিতে মিছিল বের করা ও হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ
রামনবমী ও হনুমানজয়ন্তীর মিছিলে সংঘর্ষের জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584