রাজ্যপালের কাছে নালিশের পরদিনই বদলি, শাস্তি বলে দাবি বৈশাখীর

0
189

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

চলতি বছরের জুন মাসে মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষা পদ থেকে ইস্তফা দেয়ার পরেও তাকে চাকরি থেকে উৎখাত করার চেষ্টা হচ্ছে বলে শুক্রবারই শোভন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়ে এসেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়

Shovan Baishakhi | newsfront.co
ফাইল চিত্র

আর তারপরেই মিল্লি আল আমিন থেকে রামমোহন কলেজে বদলি করা হল বিজেপি নেত্রী বৈশাখীকে। শনিবার সকালেই এই চিঠি এসে পৌঁছায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর হাতে। শনিবার বিকেলে তা সংবাদমাধ্যমকে জানিয়ে মুখ খোলার জন্য শাস্তিমুলক পদক্ষেপ বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ সারদা কাণ্ডে ৬ প্রভাবশালীর নাম ফাঁস করে মোদী-মমতাকে চিঠি জেলবন্দি সুদীপ্ত সেনের

প্রসঙ্গত, জুন মাসেই তার কলেজের অধ্যক্ষের পথ থেকে ইস্তফা দিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তারপরেও ওই কলেজের নতুন অধ্যক্ষ নিয়োগ হয়নি এবং বৈশাখী ওই কলেজ ছেড়ে চলে যান নি। ফলে ওই কলেজের অচলাবস্থার জন্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় ই দায়ী, এমন অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়েছিল কলেজের ছাত্রদের মধ্যে। আর এই অচলাবস্থার জন্য হেনস্থা হতে হয়েছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে।

আরও পড়ুনঃ ছত্রধরকে গ্রেফতারের প্রয়োজন নেই, এনআইএ-কে এজি-র কাছে আবেদনের নথি পাঠানোর নির্দেশ হাইকোর্টের

ইস্তফা দেওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে তাকে হেনস্থা করা হচ্ছে এবং এর পেছনে দায়ী ফিরহাদ হাকিম, এই অভিযোগে শুক্রবার রাজভবনে নালিশ করেছিলেন তিনি। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন শোভন চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ তৃণমূল বিধায়ক খুনের মামলায় মুকুল রায়কে চার্জশিট সিআইডি-র

রাজ্যপালের সঙ্গে দেখা করার পর শোভন বলেন, ‘আল আমিন কলেজ থেকে বৈশাখীকে উপড়ে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু কলেজ কারও অ্যাজেন্ডা পূরণের জায়গা নয়। সরকারের আত্মসমালোচনা করা উচিত। রাজ্যপাল সহানুভূতির সঙ্গে গোটা বিষয়টি শুনেছেন।’

আর তারপরেই এদিন রাম মোহন কলেজে বদলি শাস্তিমুলক পদক্ষেপ বলেই মনে করছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন তিনি যা বলার রাজ্যপালকে বলেছেন এবং মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। তিনি এই নির্দেশিকা মানছেন না এবং প্রয়োজনে এই নিয়ে আইনি লড়াই লড়বেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here