ওয়েবডেস্কঃ
একটা দূর্দান্ত ক্রিকেট ম্যাচ। একটা ফাইনালিস্ট পাওয়া গেল, কিন্তু আর একটা ফাইনালিস্ট পেতে আমাদের আরো দুটি ম্যাচ অপেক্ষা করতে হবে। সেটা কি সান রাইজার্স হাইদ্রাবাদ? না সে টিম টি হবে কেকেআর বা রাজস্থান রয়্যালসের মধ্যে একজন?
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া চেন্নাইকে একাই টেনে তুললেন ফাফ ডু- প্লেসিস। শেষ তিন ওভারে দরকার ছিল ছিল ৪৩ রান।শেষদিকে শার্দুল ঠাকুরকে সঙ্গে নিয়ে ৫ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয়১৪০ রান তুলে নেন ডু- প্লেসিস।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৯ রানে গুটিয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ।
একের পর এক উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যেতে বসে হায়দ্রাবাদ।তবে ব্যতিক্রম ছিলেন কার্লোস ব্রাথওয়েট। ব্যাটিং বিপর্যয়ের দিনে প্রতিরোধ গড়ে তোলেন এই ক্যারিবিয়ান। তার ২৮ বলে চার ছক্কায় গড়া ৪৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৩৯ রান তুলে হায়দ্রাবাদ।চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে ২৫ রানে দুই উইকেট নেন ডোয়াইন ব্রাভো। এছাড়া বাকি চার বোলার চাহার, লুঙ্গি, জাদেজা ও শারদুল ঠাকুর একটি করে উইকেট নেন।
হায়দ্রাবাদের হয়ে রশিদ খান ৪ ওভারে ১১ রানে ২ উইকেট নেন। ভুবনেশ্বর কুমার ৩.১ ওভারে ১৪ রানে ১ উইকেট নেন।তবুও চেন্নাইয়ের জয় আটকাতে পারলেন না।ফাইনালে উঠল ধোনির চেন্নাই সুপার কিংস।
(ছবি-সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584