হাওড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন বৈশালি ডালমিয়া

0
121

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

হাওড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে রাখঢাক রাখলেন না বৈশালি ডালমিয়া। তাঁর অভিযোগ,’তৃণমূল স্তরের একাংশ দলটাকে উইপোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে।হাওড়ায় দলের অবস্থা ছন্নছাড়া বলেও অভিযোগ করলেন বালির তৃণমূল কংগ্রেসের বিধায়ক বৈশালি ডালমিয়া।

baishali | newsfront.co
ফাইল চিত্র

শুধু তাই নয়, লক্ষ্মীরতন শুক্লারও কাজ করতে অসুবিধা হচ্ছিল বলে দাবি তাঁর। বালির বিধায়ক বলেন,’লক্ষ্মীরতন শুক্লা মিটিং-মিছিল ডাকলে দলের একাংশ সাড়া দিত না। তারা আলাদা মিটিং করত।’ তাঁর আরো অভিযোগ,’পুরনো কর্মীদের কাজ করতে দেওয়া হচ্ছে না। নতুন কর্মীদের জায়গা দেওয়া হচ্ছে না। হাওড়ায় বিধায়ককে অপমান করা হয়। সাংসদকে মানে না। এই কয়েকজন মানুষ দলটাকে নষ্ট করে দিচ্ছে।’

আরও পড়ুনঃ মিমের কোন প্রভাব বাংলায় পড়বে না মুরারইয়ে বুঝিয়ে দিল কেষ্ট

গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কি ছেড়ে দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা? তেমনই ইঙ্গিত দিয়েছেন বৈশালি। তিনি বলেন,’লক্ষ্মীরতন শুক্লাকে অনেক দিন ধরে চিনি। একই দিনে যোগ দিয়েছিলাম তৃণমূলে। আমার পাশের কেন্দ্রই লক্ষ্মীর। ওঁর সঙ্গে এনিয়ে কথা হয়নি। কেন ছাড়লেন জানি না। তবে ওঁর এলাকায় মিটিং-মিছিল ডাকলে কিছু লোক যেত না। তাঁরা আবার অন্য জায়গায় মিটিং করত।’ শুভেন্দু অধিকারীকে মীরজাফর বলা নিয়েও আপত্তি রয়েছে বৈশালির।

তাঁর অভিমত,’শুভেন্দু দা দলে সম্মান পেতেন না। দল ছাড়তেই বেইমান, জোচ্চোর হয়ে গেল! মনোমালিন্য হতেই পারে। আসল বেইমান কিন্তু দলে থেকে উইপোকার মতো ঝাঁঝরা করে দেওয়া মানুষগুলিই।’ তবে কি দল ছাড়ার কথা ভাবছেন? বৈশালির জবাব,’আমি আমার কাজ করে চলেছি। নিষ্ক্রিয় লোকগুলির জন্য ক্ষতি হচ্ছে দলের। পদক্ষেপ করা উচিত। আর আত্মসম্মানে আঘাত লাগলে ক্ষুব্ধ তো হব।

আরও পড়ুনঃ পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস খলিসামারির জমি পরিদর্শনে ওমপ্রকাশ মিশ্র

কাজ করতে না দেওয়া হলে বিরক্ত লাগবেই। তবে দল ছাড়ার কথা ভাবছি না।’ পাশাপাশি বৈশালির দাবি উড়িয়ে হাওড়ায় কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে দাবি করেছেন অরূপ রায়। ফোনে তিনি বলেন,’গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারে উনিই জানেন। হাওড়ায় কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কর্মীরা ঐক্যবদ্ধ। দলের বিরুদ্ধে এভাবে প্রকাশ্যে বলা যায় না। অভিযোগ থাকলে শীর্ষ নেতৃত্বকে জানান।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here