মানবাধিকার সংগঠন-পুলিশের যৌথ তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার গোঘাটে

0
344

নিজস্ব সংবাদদাতা, আরামবাগঃ ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘের তৎপরতাতেই গোঘাট থানার পুলিশ প্রায় তিন মাস পর উদ্ধার হল নিখোঁজ হয়ে যাওয়া এক কিশোরী।জানা গিয়েছে, গোঘাটের সেলামপুর গ্রামের বাসিন্দা পিন্টু সর্দার পেশায় কৃষক। তার মেয়ে এবছরের ২০ মে টিউশন থেকে বাড়ি আসার পথেই নিখোঁজ হয়ে যায়। তারপর আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে ওই কিশোরীর কোন হদিস না পাওয়ায় গোঘাট থানায় নিখোঁজ ডায়েরি করেন ওই কিশোরীর বাবা পিন্টু সর্দার।এরপর পুলিশ তদন্ত শুরু করে,কিন্তু ওই কিশোরীর কোনো খোঁজ না মেলায় হতাশ হয়ে পড়ে তার পরিবার। বাবা মা এক প্রকার পাগলের মতন হয়ে যায় ।মেয়ের কোন খোঁজ না মেলায় যোগাযোগ করেন ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘের সাথে।এরপর ওই মানবাধিকার সংঘের রাজ্য সভাপতি সঙ্গীতা চক্রবর্তী ওই নিখোঁজ হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ান ।তারপর সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে বারবার তিনি আরামবাগ এসডিপিও কৃশানু রায় এবং গোঘাট থানার ওসি মিঠুন ব্যানার্জিকে বিষয়টি অবগত করেন এবং এই বিষয়টি যাতে সঠিকভাবে খোঁজখবর নেওয়া হয় তার জন্যই তিনি অনেক বেশি উদ্যোগী হন।এরপর মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণের অভিযোগ করা হয়।গোঘাট থানার পুলিশ অপহরণের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ।

উদ্ধার হওয়া ছাত্রী।নিজস্ব চিত্র

দীর্ঘ তদন্তের পর অবশেষে ওই কিশোরীকে সোমবার রাত্রে গোঘাট থানার পুলিশ কামারপুকুর এলাকা থেকে উদ্ধার করে। তারপর মঙ্গলবার সকালে গোঘাট থানার পুলিশ ওই কিশোরীকে তার বাবা ও মায়ের হাতে তুলে দেয়। এতদিন পর মেয়েকে কাছে পেয়ে পরিবারের সদস্যরা খুবই খুশি এবং ওই কিশোরীর বাবা পিন্টু সর্দার এ বিষয়ে জানান যে, ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘের জন্য ও গোঘাট থানার পুলিশের সাহায্যে তার মেয়েকে ফিরে পেয়েছেন।তিনি আরো বলেন আইনের ওপর আস্থা রাখা দরকার। গোঘাট থানার পুলিশের এই সহযোগিতায় তিনি খুবই খুশি।এ বিষয়ে ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘের রাজ্য সভাপতি সঙ্গীতা চক্রবর্তী জানান, ওই কিশোরীর বাবা তার সাথে যোগাযোগ করার পরেই তিনি এই বিষয়টি নিয়ে ছুটে যান প্রশাসনের ও পুলিশের কাছে। তিনি মনে করেন একজন মানুষ হয়ে আর একজন মানুষের পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য । তিনি সেই কাজটাই করতে পেরে খুবই খুশি আরও জানান, তার এই সংগঠন দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে আসছে।আগামী দিনেও মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here