সিধু শান্তির দূতঃ ইমরান খান

0
116

ওয়েবডেস্কঃ-

ইমরান খানের শপথ গ্ৰহন অনুষ্ঠানে নভজৎ সিং সিধুর যোগদানের বিতর্ক যখন তুঙ্গে, তখন তাঁর পাশে দাঁড়ালেন স্বয়ং পাক প্রধানমন্ত্রী ইমরান খান।ঐ দিন  শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে জড়িয়ে ধরে বিপাকে পড়তে হয়েছে নভজৎ সিং সিধুকে। সেই অনুষ্ঠানে দেখা যায়, বাজওয়া নিজে এগিয়ে এসে সিধুকে জড়িয়ে ধরেন। ওই সময় হাসিমুখে তাদের বেশ কিছু কথাবার্তা হয়। সেই ছবি সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। একের পর আক্রমণের শিকার হচ্ছেন সিধু। সিধুর ভূমিকার সমালোচনায় মুখর বিজেপি, সিধুর মাথার দাম পর্যন্ত ধার্য করেছে বজরং দল।

তবে বিতর্কের মাঝেই পাশে দাঁড়ালেন ইমরান খান। পাকিস্তানে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ায় তিনি সিধুকে ধন্যবাদ দেওয়া সহ টুইটারে তাঁকে শান্তির দূত আখ্যা দিয়ে  বলেন যাঁরা সিধুর পাকিস্তান সফর নিয়ে বিতর্ক তৈরি করছেন তারা চান না দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকুক। ‌শান্তি ছাড়া দুই দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়।

ইমরান খানের টুইট

এই অবস্থায় সিধুও পাল্টা বাজপেয়ী-মোদির পাকিস্তান সফরের প্রসঙ্গ তুলে জবাব দেন। তাঁর প্রশ্ন , মোদীর পাকিস্তান সফর ঘিরে যখন কোনও কথা হচ্ছে না, তখন তাঁর সফরকে কেন কাঠগোড়ায় তোলা হচ্ছে?

(ফিচার ছবি-Catch News)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here