মাদারিহাট বীরপাড়ায় কর্মতীর্থ উদ্বোধন

0
80

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ রাজ্য সরকারের উদ্যোগে প্ৰতিটি ব্লকের তৈরি হচ্ছে “কর্মতীর্থ” নামে গ্রামীন হাট । সেখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে থাকবে সরাসরি যোগাযোগ । ক্ষুদ্র উৎপাদন কারীরা উৎসাহ পাবে।অন্য ব্লকের মতো মাদারিহাট বীরপাড়া ব্লকেও উদ্বোধন হল “কর্মতীর্থ” ।এদিন অসংখ্য উৎসাহী মানুষের উপস্থিততে ফিতে কেটে কর্মতীর্থের শুভ উদ্বোধন করলেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও তন্ময় বিশ্বাস।

উদ্বোধন।নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন জেলার ডিস্ট্রিক মিশন ম‍্যানেজমেন্ট ইউনিটের ডেপুটি পি,ডি সম্রাট নন্দী,ব্লকের এন, আর,এল, এম, নোডাল অফিসার জয় রঞ্জন দত্তসহ অনান‍্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।জয় রঞ্জন দত্ত জানান,”কর্ম তীর্থ” স্টল বসিয়েছে স্বনির্ভর গোষ্ঠী।সেখানে রয়েছে , সুপারির খোল দিয়ে তৈরি তালা পেল্ট , নিজেদের হাতের তৈরি জামা কাপড়,পাটের তৈরি বিভিন্ন নক্সাকাটা জিনিস,ফুল,মশলার ইত্যাদির দোকান ।

নির্মিত কর্মতীর্থ।নিজস্ব চিত্র

আগামী দিনে কর্ম তীর্থকে বিশাল আকারে রূপ দেবার পরিকল্পনা ও রয়েছে।তাতে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের তৈরী জিনিস বিক্রির বাজার পাবে।বিডিও তন্ময় বিশ্বাস জানান, বর্তমানে নয়টি স্টলের ব্যাবস্থা করা হয়েছে। আগামীতে এর আরো প্রসার ঘটবে।প্রশাসন ও সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here