প্রধানমন্ত্রীকেই যেখানে বহিরাগত বলা হচ্ছে, তাহলে আমি কোন ছাড়! বেসুরো বৈশালী

0
120

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

অবাঙালি বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতাদের বহিরাগত তকমা এবার তৃণমূল দলের অবাঙালি বিধায়কদের দিকে ধেয়ে এল। এতদিন বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে আক্রমণ শানাচ্ছিল তৃণমূল দলের নেতা- নেত্রীরা।

Baishali Dalmiya | newsfront.co
বৈশালী ডালমিয়া। ফাইল চিত্র

এবার তা নিয়ে তৃণমূলের বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বৈশালী ডালমিয়া বলেছেন,’যারা দাঙ্গা-হাঙ্গা করতে বাংলায় আসছেন, তারাই বহিরাগত।’ সেই তৃণমূলের এই বিধায়ক বুধবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন, ‘প্রধানমন্ত্রীকেই যেখানে বহিরাগত বলা হচ্ছে, তাহলে আমি কোন ছাড়? ‘

ঘটনাটি ঠিক কী? মঙ্গলবার ও বুধবার সকালে বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে বালির একাধিক জায়গায় সাঁটা হয়েছে পোস্টার। তৃণমূলের সক্রিয় কর্মীবৃন্দের নামে ওই পোস্টারে লেখা হয়েছে,’বহিরাগত নয়, বালির মানুষকে দলের প্রার্থী হিসেবে চাই।’

আরও পড়ুনঃ ‘দুয়ারে সরকার’ বহিরাগত তত্ত্ব দিলীপ ঘোষকে পাল্টা ফিরহাদ

বৈশালী ডালমিয়া দাবি করেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। দলের শীর্ষ নেতৃত্বকে তিনি বিষয়টি জানিয়েছেন। এবার ভিডিয়োবার্তায় বালির বিধায়ক বললেন, ”এরা হামেশাই বলে আমাদের প্রধানমন্ত্রী বহিরাগত। বাইরে থেকে কেউ আসলে বহিরাগত বলা হচ্ছে। ভারত একটা দেশ। প্রধানমন্ত্রী আমাদের পরিবারের প্রধান। তাকেই বহিরাগত বলা হচ্ছে, আমি তো সেখানে তুচ্ছ।”

আরও পড়ুনঃ সৌগত শুভেন্দুর হোয়াটসঅ্যাপ মেসেজের বিষয়বস্তু প্রকাশ্যে আসায় উঠছে প্রশ্ন

তৃণমূল নেতৃত্ব অহরহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত তকমা দিয়ে চলেছে। তার পাল্টা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী কি বহিরাগত? সেই একই কথা শোনা গেল তৃণমূল বিধায়কের মুখে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে,’এরা’ বলতে কাদের বোঝালেন বৈশালী? নিজের দলকেই? এনিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৈশালী ডালমিয়া বা তৃণমূলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here