বিনা পয়সার বাজার,মানব সেবার অন্য নাম মর্নিং গ্লোরি ইউথ সোসাইটি

0
362

শুভময় সেন, বহরমপুরঃ

মানব সেবা, মাতৃ আরাধনা আর পাশে থাকার অঙ্গীকার- এর কত নাম হতে পারে আপনি জানেন? আসুন আজ একটি অন্য কিন্তু একেবারে অনন্য নাম শোনাব। মর্নিং গ্লোরি ইউথ সোসাইটি – যেটি শত আলোকের বিচ্ছুরণের মত দীপ্তিমান। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের ব্যারাক স্কোয়ার সংলগ্ন কোর্ট বাজার চত্বর এলাকার ছোট্ট একটি সেবা সংঘ।

বিশিষ্ট অতিথিদের উপস্থিতি। নিজস্ব চিত্র

১৯৮৬ সালে কত গুলো স্কুল পড়ুয়ার মস্তিষ্ক প্রসূত ভাবনার ফসল এই সেবা সংঘ। তারপর থেকে সময়ের অবশাদে বেড়ে ওঠা সমাজের বিভিন্ন অসুখে সাধ্য মত পাশে থেকেছে এই সোসাইটি। বর্তমানে এই সংঘের সদস্যরা বিভিন্ন সাম্মানিক পেশায় নিযুক্ত।চলতি বছরের জানয়ারি মাসে তারা একটা অসামান্য নজির গড়লেন। প্রতিষ্ঠা করলেন ‘শেয়ার’ যার মূল মন্ত্র ‘শেয়ার হ্যাপিনেস অ্যান্ড রিগেইন এম্প্যাথি।’ আর এই ‘শেয়ার ‘ এর একটা অনবদ্য পদক্ষেপ ‘ বিনা পায়সার বাজার ।’ যে বাজারে আপনি বিনা পয়সায় বস্ত্র বেচাকেনা করতে পারবেন।

কৃতী সমিরুল ইসলামের মা কে সম্বর্ধনা প্রদান। নিজস্ব চিত্র

কি, ঠিক বুঝলেন না তো।হ্যাঁ, এখানেই গল্পটা শুরু। তবে শুনুন, আপনার প্রয়োজন নেই বা ছোট হয়ে যাওয়া আপনার বাড়িতে অযত্নে পড়ে থাকা বাতিল করা পোশাক ,যেগুলো কোনো দুঃস্থ,গরীব বা অসহায় নির্দ্বিধায় তার পরিচ্ছদ হিসাবে ব্যাবহার করতে পারবে। তাই আপনার বাড়ির অপ্রয়োজনীয় পোশাক কেচে স্ত্রি করে এই সংঘের হাতে তুলে দিয়ে আপনিও অপর কে বাঁচার প্রেরণা জোগানোর কাজে শরিক হতে পারবেন। যেমন একজন টোটো চালক তার মেয়ের ছোট হয়ে যাওয়া পোশাক দিয়ে ,তার মেয়ের জন্য বড় পোশাক নিয়ে গেলেন। এছাড়া বছরের বিভিন্ন পার্বণে এই সংঘ নতুন পোশাক সংগ্রহ করে দান করেন। এখনও পর্যন্ত প্রায় ১৫০০০ পোশাক তারা সংগ্রহ করেছেন এবং ১৩০০০ পোশাক বিলি করেছেন । ইতি মধ্যে জেলার ১২ টি গ্রামের তারা দুঃস্থদের এই বস্ত্র বিলি করেছেন। তাদের ইচ্ছে আগামীতে সারা দেশ জুড়ে এই কাজ করার।

বুধবার সন্ধেই দীপাবলি উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে এই সংঘ।যেখানে জেলার কিছু কৃতি যাদের জীবন সংগ্রামের ইতিহাস আর সবার থেকে আলাদা বরং কঠিন,সেই কৃতীদের সংগ্রামী মা -কে সম্বর্ধনা দেওয়া হয়। এ যেন মাতৃ আরাধনার নতুন নাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার কয়েক জন প্রশাসনিক আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট জনেরা। আমন্ত্রিত অথিতি সহ কৃতীরা এই উদ্যোগকে অভিবাদন জানিয়েছেন এবং আগামীতে পাশে থাকার অঙ্গীকার করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here