Tokyo Olympics: ভারত পেল ষষ্ঠ পদক, ব্রোঞ্জ জিতলেন কুস্তিগির বজরং পুনিয়া

0
49

মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ

টোকিও অলিম্পিক্সে ষষ্ঠ পদক পেল ভারত। অসাধারণ খেললেন কুস্তিগির বজরং পুনিয়া। কাজাখস্তানের দৌলেত নিয়াজবেকভকে ৮-০ ব্যবধানে পরাজিত করে ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় কুস্তিগির। এখনও অবধি সোনা না এলেও দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে।

Bajrang Punia
ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিক্স ২০২০-র কোয়ার্টার ফাইনালে দুরন্ত লড়াইয়ে ইরানের ঘিয়াসি মোর্তাজাকে হারিয়ে দিয়েছিলেন বজরং। এবার সেমিফাইনালে আজারবাইজানের হাজি আলিয়েভের বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গে ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগের লড়াই শুরু করেছিলেন। কিন্তু তাঁকে কুস্তির প্যাঁচে ফেলে দ্রুত এগিয়ে যান হাজি। তারপরেও ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেন বজরং।

কিন্তু শেষমেশ প্রতিপক্ষের শক্তির কাছে হার মানতে হয় তাঁকে। এই ম্যাচে খেলার ফল হয় ১২-৫। যা হাজির পক্ষেই ছিল। তবে ব্রোঞ্জ মেডেলের ম্যাচে কাজাখস্তানের প্রতিযোগীকে হারিয়ে দেন বজরং পুনিয়া। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করেছিলেন এই ভারতীয় কুস্তিগির। কোনওভাবেই তাঁর সামনে টিকতে পারছিলেন না নিয়াজবেকভ। অবশেষে ৮-০ ব্যবধানে ম্যাচটি জিতে ভারতকে ব্রোঞ্চ পদক এনে দেন ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here