সুদীপ পাল,বর্ধমানঃ
প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন ডাককর্মীরা। যেকোনো সময় বাড়ির ছাদ ভেঙে পড়তে পারে মাথায়। দিনের পর দিন এই ভাবেই আতঙ্ক মাথায় নিয়ে কাজ করছেন গলসীর বাকতা গ্রামের ডাকঘরের কর্মীরা। অভিযোগ, একাধিকবার ডাকবিভাগের কাছে আবেদন করা হয়েছে কিন্তু সমস্যার সুরাহা হয়নি। শুধু তাই নয় ১৯৭১ সালে বাকতা গ্রামের শাখা ডাকঘর চালু হওয়ার পর থেকে একবারও ডাকবিভাগ সংস্কার করেনি। আদ্রাহাটি ডাকঘরের অধীনে রয়েছে এই শাখা ডাকঘরে একসময় গ্রাহকসংখ্যা ছিল যথেষ্ট বেশি। দেওয়া হত একশো দিনের কাজের টাকা।
কিন্তু এখন সে সব ব্যাঙ্ক থেকে দেওয়া হয় ফলে ভিড় কমেছে এখানে। কয়েকমাস আগে ডাকঘরের ল্যান্ডফোনটিকে তুলে নিয়েছে ডাকবিভাগ। এখন শুধুমাত্র খুব সামান্য টাকার লেনদেন আর চিঠিপত্র আদানপ্রদান ছাড়া বিশেষ কোন কাজ হয় না। অথচ গ্রামের নিজস্ব ডাকঘর থাকবে বলে জমি দিয়েছিলেন গ্রামের মিশ্র এবং দত্ত পরিবার। পোষ্টমাস্টার ফারুক আহমেদ মন্ডল বলেন, প্রায়ই ছাদের চাঙ্গর ভেঙে পড়ছে। প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584