বলবিন্দরের স্ত্রীকে উপহার মুখ্যমন্ত্রীর, আজ ছাড়া পাওয়ার সম্ভাবনা

0
120

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বিজেপির নবান্ন অভিযানে ধৃত বলবিন্দর সিংয়ের ছাড়া পাওয়ার প্রবল সম্ভাবনা আজ, বলবিন্দরের স্ত্রীকে সালোয়ার কামিজ উপহার মমতার।

বিজেপির নবান্ন অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত প্রাক্তন সেনা জওয়ান বলবিন্দর সিংকে ছেড়ে দিতে রাজি রাজ্য পুলিশ। টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে দিল্লি শিখ গুরুদোয়ারা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও আকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং সিরসা।

Balbindar Singh | newsfront.co

অর্থাৎ স্বামীর মুক্তির দাবিতে নবান্নের সামনে ছেলের সঙ্গে আর অনশনে বসার যে পরিকল্পনা করেছিলেন তা সম্ভবত বাতিল করছেন ধৃত বলবিন্দর সিংয়ের স্ত্রী করমজিৎ কউর, তা অনুমান করাই যায়।

৮ অক্টোবর বিজেপি ‘‌নবান্ন অভিযান’‌ কর্মসূচিতে হাওড়া ময়দান থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন সেনা জওয়ান বলবিন্দরকে।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত দিলীপ ঘোষ

সূত্রের খবর, আজই মুক্ত করা হতে পারে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে ধৃত বলবিন্দর সিংকে। বলবিন্দরের স্ত্রী করমজিৎ কউর অনশনে বসবেন বলে বৃহস্পতিবারই জানিয়েছিলেন। এরপরই রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে করেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। জানা গিয়েছে, সেই বৈঠকে সিদ্ধান্ত হয় বেআইনি অস্ত্র সঙ্গে রাখা-সহ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তুলে নেওয়া হবে। পুলিশ করমজিৎ কাউরকেও এই আশ্বাস দিয়েছে।

আরও পড়ুনঃ ঘরে ফিরল রফিকুল, রাজনীতি কলুষিত হচ্ছে মত সুজনের

টুইটে এই বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিয়েছেন আকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং সিরসা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবিন্দর সিংয়ের স্ত্রী করমজিৎ কউরের জন্য দুর্গাপুজো উপলক্ষে একটি সালওয়ার কামিজ উপহার দেওয়ার কথাও তিনি জানান এই টুইটে।

আরও পড়ুনঃ নিজের প্যাঁচে এবার রাজ্যপাল নিজেই! ‘আরএসএস সুধীর’ চিঠি দেখিয়ে পালটা আক্রমণে তৃণমূল

উল্লেখ্য, হাওড়া সিটি পুলিশ জানিয়েছিল, আগ্নেয়াস্ত্রটি জম্মু-কাশ্মীরের রাজৌরির জেলাশাসকের লাইসেন্স প্রাপ্ত। কিন্তু, সেটি অন্য রাজ্যে নিয়ে যাওয়ার কোনও এক্তিয়ান নেই। ফলে বলবিন্দরের কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল এ রাজ্যে সেটি ‘বেআইনি’। বিজেপির দাবি, দলের যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য প্রিয়াংশু পান্ডের দেহরক্ষী বলবিন্দর সিং। তাই তাঁর কাছে আগ্নেয়াস্ত্র রাখা মোটেই বেআইনি নয়।

এরই মধ্যে গ্রেফতারির সময় বলবিন্দরের পাগড়ি খুলে যাওয়া নিয়েও বিস্তর রাজনীতি করে বিজেপি। এই ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-সহ প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেন। যদিও রাজ্য পুলিশ ভিডিওগ্রাফির সাহায্যে প্রমান দেয় ‘পাগড়ি কান্ড’ একেবারেই অনিচ্ছাকৃত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here