সংস্কারের অভাবে ধ্বংসের পথে বল্লালঢিপি

0
315

শ্যামল রায়,নবদ্বীপঃ

ballal Mound On the path of destruction 4
নিজস্ব চিত্র

সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার বল্লাল ঢিপি আজও অবহেলার শিকার।তবে এলাকার মানুষ দাবি তুলেছেন যে এই বল্লাল ঢিপি আরো সংস্কার করে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা হোক। তবে এলাকাবাসীর আক্ষেপ আজ পর্যন্ত নবদ্বীপ থানার  বামুনপুকুরে অবস্থিত বল্লাল ঢিপি উৎখননের কাজ হলেও বর্তমানে থেমে রয়েছে। তাই ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের দাবি এই বল্লাল সেনের ঢিপি যদি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা যায় তাহলে এলাকার অর্থনৈতিক পরিকাঠামোর যথেষ্ট উন্নতি ঘটবে।

ballal Mound On the path of destruction 3
বল্লাল ঢিপির ধ্বংসাবশেষ। নিজস্ব চিত্র

জানা গিয়েছে যে বল্লাল ডিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণের পূর্বাঞ্চল চক্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে খননের কাজ শুরু হয়েছিল ১৯৮১ সালে।কাজটির প্রয়োজনীয়তার কথা একাধিকবার সংসদে তুলে ধরেছিলেন কৃষ্ণনগরের প্রাক্তন সিপিএম সাংসদ রেনুকা দাস অবশেষে একটানা না হলেও কয়েক ধাপে সেই খননের কাজ১৯৮৮ সাল পর্যন্ত চলেছিল।এরপর থেমে যায় ১৯৯২ সালে কৃষ্ণনগর থেকে নির্বাচিত তৎকালীন সিপিএম সাংসদ অজয় মুখোপাধ্যায় সংসদে থেমে থাকার কারণ জানতে চান যদিও ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের বিভাগীয় মন্ত্রী এই প্রসঙ্গে জানিয়েছিলেন যে বল্লাল ঢিপি খননের ফলে দশম থেকে একাদশ শতকের সময়কাল এর ইটের তৈরি একটি শিব মন্দিরের ধ্বংসাবশেষের সন্ধান শুধু মাত্র পাওয়া গিয়েছে।
বল্লাল ঢিপি নিয়ে নানা লোকশ্রুতি প্রচলিত ছিল।
অনেকে ভাবত ওই বল্লাল টিপিতে সমাহিত আছে বাংলার পাল আমলে নির্মিত কোনো বৌদ্ধ স্তুপ বা বিহার।

আবার অনেকে মনে করতেন সেন যুগে একাদশ থেকে দ্বাদশ শতকের মধ্যে নির্মিত কোনো রাজপ্রাসাদ খুঁজে পাওয়া যাবে ওই বল্লাল সেনের ঢিপির নিচে।বস্তুত তা পাওয়া যায়নি বলে দাবি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রকের।বল্লাল সেনের ঢিপি বল্লাল ঢিবি নামে পরিচিত এলাকায় বা বাংলা জুড়ে।

ballal Mound On the path of destruction
ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষনের টানানো সাইনবোর্ড। নিজস্ব চিত্র

তাই ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ পূর্বাঞ্চল চক্রটি বল্লাল সেনের ঢিপিটির নামকে গুরুত্ব দিয়ে এলাকাটিকে সংরক্ষিত বলে ঘোষণা করেছে। শুধুমাত্র সাইন বোর্ডে লেখা আছে সংরক্ষিত এলাকা কিন্তু গরু ছাগল ভেড়া মানুষজন সকলেই অবাধ বিচরণ ওই বল্লাল সেনের ঢিপিতে।

শনিবার বামুনপুকুর এ ওই বল্লাল সেনের ঢিপিতে এসে দেখা গেল যে কাঁটাতারের বেড়া দিয়ে চারদিক ঘিরে রাখা হয়েছে তবে পর্যটকদের প্রবেশে কোন বিধিনিষেধ আরোপের কোন বিষয় নেই কোন কেয়ারটেকার কে দেখা যায়নি ওই ঢিপির আশেপাশে।
পুরাতত্ত্ব সর্বেক্ষণ দপ্তর সেখানে বোর্ডে লিখে দিয়েছে বল্লাল সেনের ঢিপি খনন করে সে যুগের টেরাকোটার কিছু মূর্তির ধ্বংসাবশেষ এবং তার কিছু দ্রব্য পাওয়া গিয়েছে মিলেছে মূর্তি পোড়া মাটির তৈরি মানুষ ও জীবজন্তুর মূর্তি এবং প্রত্নসামগ্রী।এছাড়াও নানান ধরনের ভেষজ পত্র তামা লোহা প্রভৃতি জিনিসপত্র মিলেছে।
এইসব প্রত্ন নিদর্শন এর মধ্যে বল্লাল সেনের ঢিপিটির পরিচয় জানা গিয়েছে বলেই পুনরায় খননকার্যের প্রয়োজন ছিল বলে এলাকা রাজনৈতিক নেতারা এখনও পর্যন্ত মনে করেন কিন্তু আদৌ আর খননের কাজ হয়নি খোলা আকাশের নিচে পড়ে থাকায় বল্লাল সেনের ঢিপি সংস্কারের অভাবে নষ্ট হতে বসেছে।

আরও পড়ুনঃ বাঘ বাঁচানোর আহ্বান নিয়ে তেরো দেশের সফর কর্মসূচিতে ঝাড়গ্রামে সস্ত্রীক রথীন্দ্রনাথ

ballal Mound On the path of destruction 2
নিজস্ব চিত্র

তাই আগামী লোকসভা নির্বাচনের আগে এই বল্লাল সেনের ঢিপি প্রচারে আনতে চাইছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি সূত্রে খবর যে বল্লাল সেনের ঢিপিটি দিনের পর দিন সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে অথচ বাংলার পর্যটন মানচিত্রে এই বামুনপুকুর বল্লাল সেনের ঢিপি অন্তর্ভুক্ত করা একান্তই প্রয়োজনীয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here