ইতালিতে বাড়ছে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা

0
56

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনার কবলে গোটা পৃথিবী। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে। যতদিন যাচ্ছে ক্রমশ ছড়াচ্ছে সংক্রমণ। মর্মান্তিক পরিণতি হয়েছিল ইতালির। তবে সম্প্রতি করোনাভাইরাসে মৃত্যুপুরী ইতালিতে দিনদিন বাড়ছে সুস্থতার সংখ্যা। বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিন হাজার ৫০২ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৮ জন। প্রতিদিনই মৃত্যু মিছিলে যোগ হচ্ছে কয়েক শত মানুষ। বুধবার মৃত্যুবরণ করেছে ১৯৫ জন।

corona | newsfront.co
প্রতীকী চিত্র

গত দুই মাসের বেশি সময় ধরে এই দৃশ্য দেখছে ইতালির মানুষ। তবে সম্প্রতি করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমে আসায় কিছুটা আশার আলো দেখছে ইতালির বাসিন্দারা। এখনও পর্যন্ত ইতালিতে মোট মৃত্যুবরণ করেছে একত্রিশ হাজার ১০২ জন। ইউরোপের এই দেশটিতে এখন গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লক্ষ ১২ হাজার ৫৪১ জন।

আরও পড়ুনঃ ধাক্কা সামলাতে ভারত-সহ বিশ্বের ১১ দেশে আর্থিক প্যাকেজ

ইতালিতে করোনাভাইরাসে সুস্থের হার শতকরা ৫০.৬৭ ভাগ এবং মৃত্যুর হার ১৪ ভাগ। মৃত্যুর হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইতালিতে অনেক বেশি। তবে সম্প্রতি ইতালিতে বেশিরভাগ করোনা আক্রান্তরা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই লকডাউন শিথিল করা হয়েছে এবং লোকজন কাজে ফিরতে শুরু করেছে।

অন্যদিকে আগামী সোমবার থেকে ইতালিতে বার, রেস্টুরেন্ট খুলে দেওয়া হবে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চার স্কোয়ার মিটার দূরত্ব রেখে টেবিল সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী সেপ্টেম্বর থেকে স্কুল খুলে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। তবে এক্ষেত্রে স্কুলে মাস্ক পড়ে যাওয়া বাধ্যতামূলক। সুতরাং মৃত্যুপুরী ইতালির ক্ষত যে দ্রুত সেরে উঠতে শুরু করেছে তা বলাই যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here