লকডাউন অমান্যকে কেন্দ্র করে প্রশাসনের হেনস্থার অভিযোগে বিক্ষোভ বিজেপি সাংসদের

0
120

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

দিন চারেকও কাটলো না, আবারও বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদারকে রাস্তায় আটকানো হল। মঙ্গলবার সকালে বালুরঘাটে ফেরার পথে রামপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ সাংসদকে রাস্তায় আটকে রাখে। পুলিশের কাছে বাধা প্রাপ্ত হওয়ার পরেই, ক্ষুব্ধ সাংসদ ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর একাই বসে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন। তাই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

MLA | newsfront.co
পথে বসে বিক্ষোভ সাংসদের। নিজস্ব চিত্র

এমনকি প্রায় ঘন্টাখানেক এভাবে চলার পর পুলিশ তাকে বাড়ি চলে যেতে বলে। জানা যায়, দীর্ঘক্ষন রাস্তায় পড়ে প্রতিবাদ জানানোর পর, পুলিশি হস্তক্ষেপে তিনি আবারও বাড়ি তথা বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেন।
তবে যদি তিনি আবারও আইন ভঙ্গ করে অন্য কোথাও চলে না যান। সেজন্য এদিন সুকান্তবাবুকে এসকর্ট করে বালুরঘাটে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় পুলিশ।

police stuck | newsfront.co
সাংসদের পথ আটকায় পুলিশ। নিজস্ব চিত্র

তবে এর পাশাপাশি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দাবি, সেদিনের প্রশাসনিক চিঠি ভুলে ভরা। তাই ওই নির্দেশ মেনে চলার কোন মানে নেই। তিনি এদিন তাই সকালে বৃষ্টির মধ্যে গংগারামপুরের ঠেংগাপাড়া এলাকাতে দুঃস্থদের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে গিয়েছিলেন। আর সেখান থেকে ফিরে আসার পথে, রামপুরে পুলিশ তাকে আটকায়। তবে পুলিশ যে নির্দেশ নিয়ে কথা বলছে তারা জানেনা, যে দিল্লি থেকে ফেরার পর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরই ঘর থেকে বের হয়ে ছিলেন।

আরও পড়ুনঃ সংক্রমণের আশঙ্কায় সিল করে দেওয়া হলো মালদহের রথবাড়ি পুলিশ ফাঁড়ি

যদিও তার দাবি, জেলা প্রশাসনিক নির্দেশ মেনে তার বাড়িতে থাকার প্রশ্নই নেই। অপরদিকে তিনি একজন জনপ্রতিনিধি, তাই তিনি তার এলাকার মানুষের এই দুঃসময়ে পাশে থাকতে চান বলে জানান। এমনকি কোয়ারেন্টাইনে থাকার পর এবং লকডাউনের সমস্থ নিয়ম মানার পরও প্রশাসন বিজেপি’র সাংসদকে বারে বারে হেনস্থা করছেন বলে অভিযোগ জানান সুকান্ত বাবু।

যদিও পুলিশের বক্তব্য এর আগের দিন, সুকান্তবাবুকে বালুরঘাটের মহকুমা শাসকের তরফে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নোটিশ ধরানো হয়েছিল। কিন্তু আজ সেই নির্দেশকে আবারও উপেক্ষা করেই তিনি পথে নামেন। সে কারণের জন্য তাঁকে আটকানো হয়েছে। শুধু তাই নয়, পুলিশের পক্ষ থেকে তাঁকে বাড়িও পৌছে দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here