সংক্রমন রুখতে বালুরঘাট পুর এলাকায় লক ডাউনকে সমর্থন সর্বস্তরে

0
131

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা সংক্রমন রুখতে আজ বিকেল ৫টা থেকে রাজ্যের ২৩টি পুরসভায় লক ডাউন হতে চলেছে। ২৩টি পুরসভার মধ্যে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভাতেও আজ বিকেল থেকে যথারীতি এই লকডাউন শুরু হতে চলেছে।

empty Market | newsfront.co
প্রায় ফাঁকা বাজার। নিজস্ব চিত্র

এদিকে গতকালকের জনতার কার্ফুতে মানুষের স্বতস্ফুর্ততা সমর্থন লক্ষ করা গেছে। সেদিকে লক্ষ রেখেই রাজ্যে এই মারন রোগ ছড়িয়ে পড়া রুখতে আজ বিকেল পাচটা থেকে বৃহস্পতিবার রাত অবধি এই লকডাউন চলবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

Joges Sarkar | newsfront.co
যোগেশ সরকার, টোটো চালক। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনার প্রকোপ রুখতে স্তব্ধ দেশ, স্বেচ্ছায় কার্যত গৃহবন্দী রাজ্য

আর এই নির্দেশকে বালুরঘাটের সর্বস্তরের মানুষ সমর্থন জানিয়েছে। তাদের বক্তব্য রোগের ব্যাপকতা লক্ষ করে এই লকডাউন সবাই খুশি মনেই মেনে নিয়েছে।

Nayan sanyal | newsfront.co
নয়ন স্যানাল, নিত্যযাত্রী

তার ফলে নির্মল পরিবেশ বজায় রাখতে আমাদের এই নির্দেশ পালন করে নিজেদের স্বেচ্ছায় ঘরবন্দি করে রেখে সমর্থন জানানো উচিত বলে বাসিন্দা থেকে খেটে খাওয়া মানুষজন জানাতে ভোলে নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here