চুরি যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে নজির গড়ল বালুরঘাট পুলিশ

0
29

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিয়ে নজির গড়ল বালুরঘাট থানার পুলিশ। পুলিশের এই ভূমিকায় খুশি শহরবাসী। যদিও খোদ মোবাইল ফোনের মালিক নিজেও ভাবতে পারেন নি যে তিনি প্রায় একবছর আগে হারিয়ে যাওয়া মোবাইলটি ফিরে পাবেন। পুলিশের এই ভুমিকায় খুশি মোবাইল ফোনের মালিক বালুরঘাট শহরের বাসিন্দা অয়ন কুন্ডু।

consumer | newsfront.co
নিজস্ব চিত্র

২০১৯ সালে নভেম্বর মাসে বালুরঘাট বেসরকারি বাস স্ট্যান্ড থেকে পেশায় ব্যাঙ্ক কর্মী অয়ন কুন্ডুর মোবাইলটি চুরি হয়ে যায়। দামি ফোন হারিয়ে কিছুটা মনমরা হয়ে বালুরঘাট থানায় মোবাইলের ক্রয়ের যাবতীয় তথ্য প্রমাণ সহ অভিযোগ দায়ের করেন।এরপর কেটে যায় প্রায় নয় মাস।

আরও পড়ুনঃ লকডাউনের পর প্রথম খুলল অমরনাথ

প্রায় ভুলতেই বসেছিলেন তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনা। ভেবেছিলেন আর পাওয়া সম্ভব নয়। কিন্তু গত শনিবার আচমকাই বালুরঘাট থানা থেকে পুলিশের একটি ফোন তাকে তার সেই না পাওয়ার ভাবনাকে মিথ্যে প্রমাণিত করে আশার আলো জাগিয়ে তোলে।

পুলিশের ডাকে সাড়া দিয়ে সোমবার বিকেলে বালুরঘাট থানায় এলে অয়ন কুন্ডুর হাতে তার চুরি যাওয়া দামি মোবাইল ফোনটি তুলে দেওয়া হয়। চুরি যাওয়া দামি ফোন হাতে পেয়ে পুলিশের ভূমিকায় খুশিতে বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। পরে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here