শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
১৩ ফেব্রুয়ারি থেকে পাঁচ দিন চলবে বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস ট্রেনটি। সেই উপলক্ষে কাল বিকেলে বালুরঘাট রেল স্টেশনে উদ্বোধন হয়ে গেল বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস ট্রেনটির।
এই উদ্বোধনী অনুষ্ঠানে বালুরঘাট স্টেশনে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার, কাঠিহার ডিভিশনের ডিআরএম-সহ অন্যান্য আধিকারিকরা।
আরও পড়ুনঃ বাঁকুড়াতে খুলছে শ্রীলেদার্সের নতুন শোরুম
অপরদিকে কাল কলকাতা থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে এই ট্রেনটির শুভ উদ্বোধন করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। জানা গেছে, এই ট্রেনটি সপ্তাহে সোম থেকে শুক্র পাঁচদিন চলাচল করবে।
আগামী সোমবার বালুরঘাট থেকে সন্ধ্যা সাড়ে ৮ টায় রওনা দেবে ট্রেনটি এবং পরের দিন হাওড়ায় পৌঁছানোর পর সকাল পৌনে আটটায় বালুরঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি।
বালুরঘাটবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। ১৩ ফেব্রুয়ারি দিনটিকে ঐতিহাসিক দিন বলে মনে রাখছেন তারা।
এই ট্রেনটি চালু হওয়ার ফলে বালুরঘাট স্টেশনে আগত সাধারণ রেলযাত্রী ছাড়াও বালুরঘাট থেকে কলকাতায় চিকিৎসা করতে যাওয়া রোগী থেকে ছাত্রছাত্রী সকলেই উপকৃত হবে। এর আগে গৌড় এক্সপ্রেস থাকলেও ট্রেনটি বিকাল ৫ টায় রওনা দিয়ে পরের দিন সকাল ছটায় শিয়ালদায় ঢুকতো। ফলে অনেক সময় ব্যয় হতো।
বর্তমানে অতি অল্প সময়েই বালুরঘাটবাসী কলকাতায় পৌঁছে যেতে পারবেন। আগে এই ট্রেনটি সপ্তাহে শুধু দু’দিন, সোমবার ও মঙ্গলবার বালুরঘাট-হাওড়ার মধ্যে যাতায়াত করত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584