লকডাউনের নিষেধাজ্ঞাকে উড়িয়ে বৈশাখী আনন্দে মাতল বালুরঘাট

0
42

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে কেন্দ্র কিংবা রাজ্য যতই লকডাউন বিধি মেনে চলার আবেদন জানাক না কেন। বাঙালি আছে সেই বাঙালিতেই। পয়লা বৈশাখের প্রথা মেনে ব্যবসায়ীক প্রতিষ্ঠানে লকডাউনের বিধি উড়িয়ে দিয়ে গনেশ বন্দনায় মেতে উঠতে পিছপা হল না বালুরঘাট শহরের বেশ কিছু ব্যবসায়ী।

poila baisakh | newsfront.co
হালখাতা পূজো দিতে ব্যস্ত। নিজস্ব চিত্র

যদিও ব্যবসায়ী মহলের দাবি বছরের এই দিনটি শুভ হিসেবে মেনেই, প্রত্যেকবারের মত এবারেও লকডাউন চলাকালিন পূজো করতে বাধ্য হচ্ছেন তারা। পাশাপাশি তাদের দাবি করোনা চলে যাবে, কিন্তু ব্যবসা বজায় থাকবে। তাই কিছুতেই এই দিনটিতে তারা পূজো না করে থাকতে রাজি নন।

Shop | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ উত্তর দিনাজপুরে জন সাধারণকে লকডাউন মানাতে রীতিমতো কালোঘাম ছুটছে পুলিশের

যদিও ক্যামেরার সামনে এই নিয়ে কেউ কোনো রকম মুখ খুলতে রাজি হয়নি। যদিও এ বিষয়ে বালুরঘাট জেলা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক রঞ্জন কুমার মুস্তাফির দাবি, সরকার করোনা ঠেকাতে যে পদক্ষেপ গ্রহন করেছে তা নিজেদের প্রয়োজনেই মেনে চলা উচিত।

এ নিয়ে তিনি আরও বলেন, এখন করোনা হচ্ছে আসল সমস্যা। ঠাকুর তো মনের মধ্যে সবার কাছেই আছে।বরং করোনার সাথে যুদ্ধে জিততে গেলে এসব কিছু জিনিসকে দূরে সরিয়ে রাখাই শ্রেয়। এমনকি সোশ্যাল ডিসটেন্স তথা সামাজিক দূরত্ব মেনে চলাই বাঞ্ছনীয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here