নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
দক্ষিন দিনাজপুর দেশের আগামী ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাবনাময় লোকসভা কেন্দ্রগুলির মধ্যে আবারও বিজেপির কেন্দ্রীয় কমিটির বিশেষ নজরে উঠে এল বালুরঘাট লোকসভা কেন্দ্র। বালুরঘাট লোকসভা কেন্দ্রের উপর শুধু বিজেপির কেন্দ্রীয় নেতাদের নজর রাখাই শুধু নয় এবার বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা-র ১৫০ জন কার্য কর্তার সঙ্গে ভিডিও কনফারেন্সে সরাসরি কথা বললেন ভারতীয় জনতা যুব মোর্চা-র সর্বভারতীয় সভানেত্রী তথা মুম্বাই লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ পুনম মহাজন। অরুণাচল প্রদেশের তাওয়াঙ-এ বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিন বালুরঘাট শহরের নাট্যমন্দির সংলগ্ন একটি ভবনে উপস্থিত ১৫০ জন বিজেপির যুব সংগঠনের কার্য কর্তাদের সাথে তিনি সরাসরি কথা বলেন। বিজেপির দলীয় সূত্রে জানা গেছে সমগ্র ভারতের একশো-রও বেশী স্থানের ভারতীয় জনতা যুব মোর্চার কার্য কর্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন।যার মধ্যে পশ্চিমবঙ্গের বাছাই করা কয়েকটি লোকসভা কেন্দ্র হিসাবের নিরিখে বিজেপির কেন্দ্রীয় কমিটির নজরে জায়গা করে নিয়েছিল বালুরঘাট।এদিন ভারতীয় জনতা যুব মোর্চা-র দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত বলেন সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজন সারা দেশের যুবদের সাথে আলোচনা করে ক্ষেত্র প্রস্তুত করছেন এবং বর্তমান কেন্দ্রীয় সরকারের বিগত চার বছর ধরে যে কাজ করেছে সেই বার্তা যুবকদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সহ আগামী লোকসভা নির্বাচনে সবচেয়ে অগ্রণী ভূমিকা যাতে আমাদের দেশের যুব সমাজ নেয় সেই বার্তা প্রদানের উদ্দেশ্যে সর্বভারতীয় সভানেত্রী সরাসরি যুবদের সাথে কথা বলেছেন।
আরও পড়ুন: আদিবাসী নৃত্য গোষ্ঠীর প্রতিযোগিতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584