বালির ঘাট দূর্ঘটনার জেরে সাধারণ মানুষ ও বিরোধী দের গ্রেফতার এর প্রতিবাদে মুর্শিদাবাদ থানায় ডেপুটেশন

0
162

নুর হোসেন,লালবাগ:আজ লালবাগে বালির ঘাট দূর্ঘটনার জেরে সাধারণ মানুষ ও বিরোধী দের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে মুর্শিদাবাদ থানায় ডেপুটেশন ও মিছিল বাম ও কংগ্রেস এর। গত ২৯ শে জানুয়ারি সকাল ৬:৩০ মিনিট নাগাদ মুর্শিদাবাদ থানা এলাকার বালির ঘাট ভান্ডারদহ বিলে করিমপুর থেকে মালদহ গামী সরকারি বাস ব্রীজের রেলিং ভেঙ্গে জলে পড়ে যায়। ওই দূর্ঘটনায় ৪৪ জন ব‍্যক্তি নিহত হয়। সাধারণ মানুষ উদ্ধার কাজে হাত লাগিয়ে ৯ জন ব্যক্তিকে উদ্ধার করে। কিন্ত পুলিশ প্রশাসন দেরিতে দূর্ঘটনা স্থানে আসার জন্য সাধারণ মানুষ ও পুলিশ প্রশাসনের মধ‍্যে খন্ড যুদ্ধ শুরু হয়।ফলে পুলিশ প্রশাসন ওই এলাকার মানুষের কাছে আশ্রয় নেয়।ঘটনাস্থলে পুলিশের ২টি গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।

এই ঘটনার জেরে পুলিশ প্রশাসন প্রায় ৮০০জনের নামে FIR করে এবং রাতের অন্ধকারে নিরীহ মানুষকে গ্রেফতার ও শারীরিক নির্যাতন করছে বলে অভিযোগ। তাই আজ বাম ও কংগ্রেস যৌথ ভাবে ডেপুটেশন ও মিছিল করে লালবাগ শহরে । মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই এম এর মুর্শিদাবাদের সাংসদ বদরুদ্দোজা খান, নবগ্রামের বিধায়ক কানাই মন্ডল, খড়গ্রামের বিধায়ক কংগ্রেসের আশিষ মার্জিত এবং মুর্শিদাবাদের বিধায়িকা শাওনী সিংহ রায় মহাশয়া।প্রায় ২০০০ সাধারণ মানুষ এই মিছিলে অংশ গ্রহণ করে। মিছিল শেষে লালবাগ আস্তাবল মোড়ে সভা করে বাম ও কংগ্রেস নেতৃত্ব রা।সভায় বক্তব্য রাখেন সিপিআইএম সাংসদ বদরুদ্দোজা খান, নবগ্রামের বিধায়ক কানাই মন্ডল, খড়গ্রামের বিধায়ক আশিষ মার্জিত ও শাওনী সিংহ রায়। বিধায়ক কানাই মন্ডল আগামী বিধানসভা অধিবেশনে এই ঘটনার তুলে ধরা হবে বলে জানিয়েছেন। সাংসদ বদরুদ্দোজা খান বলেন আগামী দিনে পুলিশের অত‍্যাচার বন্ধ না হলে থানা ঘেরাও কর্মসূচি হবে বলে জানিয়েছেন । মুর্শিদাবাদের বিধায়িকা শাওনী সিংহ রায় বলেছেন পুলিশের অত‍্যাচারে সাধারণ মানুষ ভৃত সন্ত্রস্ত হয়েছে এবং আগামী পঞ্চায়েত নির্বাচনেও এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here