১৪-ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বামনহাট-শিলিগুড়ি, বামনহাট-আলিপুরদুয়ার ট্রেন চলাচল

0
134

মনিরুল হক, কোচবিহারঃ

আগামী ১৪ ই ডিসেম্বর শিলিগুড়ি থেকে দিনহাটার বামনহাট পর্যন্ত ট্রেন চলাচল শুরু হচ্ছে। এদিন থেকে আলিপুরদুয়ার জংশন-বামনহাট, শিলিগুড়ি থেকে বামনহাট এই দুটি ট্রেন চালু হচ্ছে। রেল দফতর সূত্রে এ খবর জানা গিয়েছে।

train | newsfront.co
নিজস্ব চিত্র

রাজ্য সরকারের পরিবহণ দফতরের তরফ থেকে রেল দফতরের কাছে চিঠি দেওয়ার পর উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রসঙ্গত, দিনহাটা তথা কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চালুর দাবিতে এখানকার বিভিন্ন সংগঠনের তরফ থেকে বেশ কিছুদিন ধরেই দাবি জানানো হচ্ছিল।

passenger spesial | newsfront.co
নিজস্ব চিত্র

ইতিমধ্যেই দিনহাটা ব্যবসায়ী কল্যাণ সমিতির তরফ থেকে রেল দফতরের কাছে এই রেল চলাচলের জন্য আর্জি জানানো হয়। দিনহাটা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উৎপলেন্দু রায় বলেন, দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছিল।

bamanhat | newsfront.co
নিজস্ব চিত্র

ফলে কোচবিহার তথা উত্তরবঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমান সময়ে স্বাস্থ্যবিধি মেনে হাট-বাজার, ব্যবসা বাণিজ্য সবই চলছে। অফিস-আদালতেও মানুষজন যাতায়াত করছে।

আরও পড়ুনঃ বিজয়ীদের জঙ্গলমহল কাপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার

কাজেই ট্রেন বন্ধ থাকাতে যাতায়াতের সমস্যা হচ্ছে। আমরা দাবি তুলেছিলাম ট্রেন চলাচল চালু হোক।যাতে মানুষ স্বাস্থ্যবিধি মেনে সহজে যাতায়াত করতে পারেন। অবশেষে বেশ কয়েকটি ট্রেন চালু হলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে সুবিধা হবে।

দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রানা গোস্বামী বলেন, বর্তমান পরিস্থিতিতে ট্রেন চালানোটা অবশ্যই যুক্তিযুক্ত। রেল দফতর যে সিদ্ধান্ত নিয়েছে এতে মানুষের সুবিধা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here