দীঘার শিল্পীদের বাঁশের শিল্পকর্ম বাবুপাড়ার পুজোর মূল আকর্ষণ

0
385

নিজস্ব প্রতিবেদন, আলিপুরদুয়ারঃ

আকাশে বাতাসে পূজার গন্ধ আর মাত্র হাতে গোনা কয়েক দিন মা আসছেন তাই জোড় কদমে চলছে কাজ পূজা মন্ডপ গুলিতে। আলিপুরদুয়ার জেলার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম পূজা হলো বাবুপাড়া ক্লাবের দুর্গা পুজো।

নিজস্ব চিত্র

অনেকবার জেলার সেরা পূজা স্থান পেয়েছে বাবুপাড়ার ক্লাবের দূর্গা পূজা। এবার বাবুপাড়া ক্লাবের দুর্গা পুজো ৯৫ তম বছরে পা রাখছে। পুজোর বাজেট পুজোর বাজেট আনুমানিক সাত লক্ষ কুড়ি হাজার টাকার মতো। আলোকসজ্জা রয়েছে লোকাল শিল্পীরা।

নিজস্ব চিত্র

মণ্ডপসজ্জা জন্য আগত হয়েছে নবদ্বীপে শিল্পীরা এবং মণ্ডপসজ্জা ভিতরের কাজ করছে দীঘা শিল্পীরা এছাড়া নবমীর দিন থাকছে গরিব দুখি সবার জন্য খিচুড়ি বিতরণ।
ক্লাব সদস্য ভিক্টর চন্দ্র জানান,” এ বছর আমাদের ৯৫ তম পুজো হচ্ছে।মণ্ডপসজ্জায় রয়েছে নবদ্বীপের শিল্পীরা।তিনি শারদীয়া শুভেচ্ছা জানিয়েছে সমগ্ৰ জেলাবাসীকে ।

নিজস্ব চিত্র

বাবুপাড়া পূজার আসার সাদর আমন্ত্রণ ও তিনি জানিয়েছেন।”দীঘা থেকে আগত শিল্পী অনিল পাত্র বলেন, “হাতের তৈরি করছি লক্ষি,গনের,দুর্গা।বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে পুতুল।মন্ডপের সামনে থাকবে বিশাল মঙ্গল ঘট তার সামনে থাকবে রথ দুটি ঘোড়া তৈরি হবে ।রথে থাকবেন শ্রী কৃষ্ণ সারথি হিসাবে । আমার আশা আলিপুরদুয়ার জেলার প্রথম পুরস্কার পাবে বাবুপাড়া।এই প্যান্ডেল বিভিন্ন জাগায় প্রথম স্থান দখল করেছে তাই এবার প্রথম হবে ।”

আরও পড়ুনঃ রুজির টানে ভিনজেলায় পাড়ি বাঁশ ব্যবসায়ীদের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here