ছট পূজা উপলক্ষ্যে কুলো ডালা শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে

0
364

শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

শুধু মাত্র ছট পূজাই ভরসা বাঁশের কুলো ও ডালা শিল্পীদের।অন্যান্য সময় এই কাজে তেমন আগ্রহ না থাকলেও এই পুজাকে ঘিরে এবারও ব্যস্ততা শিল্পীদের।তবে শিল্প ও শিল্পীদের বাঁচাতে সরকারি সাহায্যর দাবী উঠেছে।

কুলো তৈরীর জন্য বাঁশ ছিঁলা হচ্ছে। নিজস্ব চিত্র

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অন্তর্গত ফরেষ্ট রোডের মাহালি পাড়ার বাসিন্দাদের কয়েকটি ঘরে আজও বাঁশের ডালা,কুলো তৈরি হয়।তবে প্লাস্টিক বা ধাতব ডালা,কুলোর রমরমায় তলানীতে এই শিল্পর চাহিদা।তবু পূর্বপুরুষদের পেশাকে আজও টিকিয়ে রেখেছে বর্তমান বংশধররা।দূর্গা বা অন্যান্য উৎসবের দিন ছাড়া এগুলির চাহিদা নেই বাজারে।বাঙ্গালীর প্রধান উৎসব দুর্গা পূজার মতই এবার বিহারী সম্প্রদায়ভূক্ত মানুষের প্রধান উৎসব ছট পূজা।এই পূজার প্রধান উপকরণ কুলো ও ডালার চাহিদা বাড়ে এই সময়টায়।ফলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের  মাহালি  পাড়া গুলিতে পূজার শেষ মুহূর্তে কুলো ও ডালা বানাতে ব্যস্ত বৈশ্য পরিবারের সদস্যরা।নাওয়া খাওয়া ফেলে দিন রাত এক করে কয়েকদিন ধরে কুলো ও ডালা বানিয়ে চলেছেন।

ডালা বাঁধা হচ্ছে। নিজস্ব চিত্র

তবে এরপরেই সবই আগের মতো।আর সারাবছর তেমন অর্ডার মিলবে না।ফলে ভবিষ্যতে এই শিল্পকে ধরে রাখতে দুশ্চিন্তা শিল্পীদের।সরকারি সহায়তার দাবী মাহালি সম্প্রদায়ভূক্ত এই শিল্পীদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here