নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বালুরঘাটে শুরু হল এ বছরের মাটি, কৃষি, উদ্যান, পালন, মৎস্য, কৃষি বিপণন, প্রাণী সম্পদ মেলা। মেলার উদ্বোধনের পূর্বে একটি শোভাযাত্রা বালুরঘাট শহর পরিক্রমা করে বালুরঘাটের চকভৃগু এলাকার এন.সি. হাইস্কুলের ময়দান অর্থাৎ মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। এরপর মেলার উদ্বোধন অনুষ্ঠান আরম্ভ হয়। মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক(ভূমি ও ভূমি সংস্কার) কৌশিক নাগ, বালুরঘাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ চৌধুরী, বালুরঘাটের মহকুমাশাসক ঈশা মুখার্জী, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রায়, দক্ষিন দিনাজপুর জেলার উপ কৃষি অধিকর্তা জোর্তিময় বিশ্বাসসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাম বিধায়ক বিশ্বনাথ চৌধূরীকে মেলার উদ্বোধন করতে দেখে অনেকেই চমকে যান।এ যেন এক উলটপুরাণ!
মাটি, কৃষি, উদ্যান, পালন, মৎস্য, কৃষি বিপণন, প্রাণী সম্পদ প্রভৃতি সমন্ধে তথ্য প্রদান থেকে শুরু করে প্রশিক্ষণ ও এই বিষয়ে পরামর্শদানের জন্য বিভিন্ন স্টল রাখা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584