তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আয়োজিত কৃষ্ণপ্রিয়া মহোৎসবে কত্থক নৃত্যে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের নৃত্য শিল্পী অহনা চক্রবর্তী জোড়া পুরস্কার ছিনিয়ে নিয়ে স্বর্ণময়ূর সন্মান পেল।
গত ২২ ও ২৩ ডিসেম্বর উত্তর প্রদেশের বেনারস শহরে বসেছিল এই মহোৎসবের আসর। সেই আসরে কালিয়াগঞ্জের কথ্যক নৃত্য শিল্পী অহনা জোরা পদক লাভ করেছে। বেনারসে অহনার এই সাফল্যে প্রাপ্তিতে খুশির হাওয়া কালিয়াগঞ্জের সংস্কৃতিজগতে।
কালিয়াগঞ্জের গন্ধর্ব নৃত্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতি বানী চক্রবর্তীর কাছে তালিম নিয়েছে অহনা। অজয় চক্রবর্তী ও বাপ্পা কর্মকারের সহযোগিতায় অহনা নিজেকে সর্বভারতীয় পর্যায়ে নিজেকে মেলে ধরতে নিয়মিত সফল হচ্ছে।
আরও পড়ুনঃ গৃহহীন-ভবঘুরেদের কম্বল দান
ভাল নৃত্য পরিবেশনের জন্য বিশ্ববিদ্যালয় তাকে ‘নিপুণ কলাভন্ত সন্মান’ -এ ভূষিত করেছে। বেনারসে এই কৃষ্ণপ্রিয়া মহোৎসবে অংশ নিয়েছিল দেশের নানা প্রান্তের কথ্যক নৃত্য শিল্পীরা। তাদের পেছনে ফেলে পশ্চিমবাংলার কালিয়াগঞ্জের মতো ছোট্ট শহর থেকে অংশ নেওয়া অহনার এই সাফল্য অন্যদের উৎসাহিত করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584