লকডাউনে দুঃস্থদের পাশে দাঁড়াল ব্যান্ডেল রেল কোয়ার্টারের বাসিন্দারা

0
64

মোহনা বিশ্বাস, হুগলিঃ

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ রয়েছে স্কুল-কলেজ, অফিস, কারখানা সহ অন্যান্য সংস্থান। লকডাউনের কারণে বন্ধ রয়েছে রেল পরিষেবাও। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন বহু পরিযায়ী শ্রমিক। এরকমই কিছু পরিযায়ী শ্রমিকরা আটকে পড়েছেন ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকায়।

Poor people | newsfront.co
নিজস্ব চিত্র

রাজ্যে লকডাউন শুরু হওয়ার দিন থেকেই প্রতিদিন রাতে ওইসব শ্রমিকদের খাবার দিচ্ছেন ব্যান্ডেল রেল কোয়ার্টারের বাসিন্দারা। পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকায় যেসকল ভবঘুরে এবং দুঃস্থ মানুষরা থাকে তাদেরকেও প্রতিদিন রাতে খাবার পৌঁছে দিচ্ছেন ওই বাসিন্দারা।

আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অভেদানন্দ মহাবিদ্যালয়ের

food distribute | newsfront.co
নিজস্ব চিত্র

লুচি, আলুরদম রান্না করে ওইসব দুঃস্থদের খাওয়াচ্ছেন ব্যান্ডেল বাজার কলোনি ও রেল কোয়ার্টার হোল্ডাররা। যতদিন লকডাউন চলবে অর্থাৎ ৩ মে পর্যন্ত প্রতিদিন রাতে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকার সমস্ত দুঃস্থদের খাবার দেবেন বলে জানান সিয়ারাম জয়সওয়াল। এইরকম বিপদের দিনে এভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here