বনধ ঘিরে ধুন্ধুমার বুনিয়াদপুর

0
120

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

বনধকে ঘিরে চরম ধুন্ধুমার পরিস্থিতি বুনিয়াদপুরে। এইদিন চরম ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় বুনিয়াদপুরে।
বনধ কর্মী-সমর্থকরা সকাল সকাল বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে জাতীয় সড়কের উপরে শুয়ে পড়ে অবরোধ করে। এদিকে ৫১২ নম্বর গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ার ফলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একের পর এক সরকারি বাস, লরি এবং অন্যান্য যানবাহন আটকে পড়ায় ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর বিশাল জামের সৃষ্টি হয়।

নিজস্ব চিত্র

এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই এসডিপিও দীপ কুমার দাস এবং বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে দেয় তারপর কিছুটা হলেও স্বাভাবিক হয় যান চলাচল।

নিজস্ব চিত্র

যদিও এই দিন অন্যান্য দিনের থেকে রাস্তায় যান চলাচল ছিল অত্যন্ত কম, বুনিয়াদপুরের বেশিরভাগ দোকানপাট ছিল সকাল থেকেই বন্ধ।

নিজস্ব চিত্র

সকাল সকাল বুনিয়াদপুরের সমস্ত ব্যাঙ্ক এবং সরকারী অফিস গুলোর সামনে বিক্ষোভ দেখায় বনধ সমর্থকরা এবং সমস্ত জায়গায় দলীয় পতাকা লাগিয়ে দেয় তারা , যার ফলে চরম বিড়ম্বনায় পড়ে বহু দূর দূরান্ত থেকে আসা ব্যাঙ্কের কর্মী থেকে শুরু করে সরকারি অফিসের কর্মচারিরা।

অবরোধ। নিজস্ব চিত্র

যদিও এদিন দক্ষিণ দিনাজপুরের বরিষ্ঠ সিপিএম নেতা গৌতম গোস্বামী দাবি করেন পুরোপুরি রূপে সফল হয়েছে ঘর্মঘট এবং সারা দেশের কোটি কোটি মানুষ এই বনধকে সমর্থন করেছে এইদিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here