গরামথানে পুজাে দিয়ে শুরু হল শালবনির পাথরপাড়া গ্রামের বাঁদনা পরব অনুষ্ঠান

0
74

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

গ্রামের গরামথানে পুজাের মধ্য দিয়ে শনিবার শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর অঞ্চলের পাথরপাড়া গ্রামে বাঁদনা পরবের অনুষ্ঠান।গরামথানে পুজো করেন পাথরপাড়া গ্রামের লায়া রবীন্দ্রনাথ মূর্মু। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের মোড়ল তরুণ মাহাতো, যুব সম্প্রদায়ের কাজের ছেলে শিশির মাহাতো সহ গ্রামের বিশিষ্টজনেরা।

bandna parab | newsfront.co
নিজস্ব চিত্র

পাথরপাড়া গ্রামের মোড়ল তরুণ মাহাতো বাঁদনা পরব সম্পর্কে বলেন, বিধি মেনেই বাঁদনা পরবের অনুষ্ঠান শুরু করা হয়েছে। বাঁদনা পরবের সূচনা হয় গরামথানে পুজাের মধ্য দিয়ে। দেশি মুরগির ডিম পুজো করা হয়। সেই ডিম একটি গরু তার পা দিয়ে ভেঙ্গে দেয়। তারপরেই বাঁদনা পরবের অনুষ্ঠানে মেতে উঠে এলাকার সকলে। শনিবার সারা রাত্রি গানের মাধ্যমে বাড়ির গোয়াল ঘরে থাকা গরুকে জাগিয়ে রাখা হবে। রবিবার সকালে স্নান করিয়ে বিভিন্ন রং দিয়ে গরুকে সাজিয়ে তোলা হবে। তারপর প্রতিটি গরুকে ভক্তিভরে পুজাে করা হবে।

আরও পড়ুনঃ জঙ্গলমহলের কালীপুজাের উদ্বোধনে এসে স্মৃতিচারণায় ভাসলেন শুভেন্দু

সোমবার অনুষ্ঠিত হবে খুটান উৎসব। কার্তিক মাস শুরুরপর বাঁদনা পরবের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে যায়।কুর্মি ও আদিবাসী জনগোষ্ঠী ভুক্ত এলাকাগুলিতে বাঁদনা পরবে সকলেই শামিল হয়। ঘর প্রাকৃতিক রং দিয়ে সাজানো হয়, আলপনা আঁকা হয়, চৌহদ্দি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এবার করোনা পরিস্থিতির জন্য বাঁদনা পরবে কিছুটা ভাটা পড়েছে।

আরও পড়ুনঃ শিশু দিবস উপলক্ষে বড়িষা গ্রামের ছোট ছেলেমেয়েদের বিনামূল্যে চিকিৎসার অঙ্গীকার কোলাঘাটের চিকিৎসকের

তবে চিরাচরিত প্রথা অনুযায়ী বিধি মেনে শনিবার থেকেই জঙ্গলমহল জুড়ে শুরু হয়েছে বাঁদনা পরবের অনুষ্ঠান। মূলত চাষের কাজে সহযোগিতা করার জন্য গরু গাভীদের বন্দনা করা হয় এই পরবে। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ঝুমুর গান হয়। তবে করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন গ্রামে অনুষ্ঠান বাতিল করে দিয়েছে। এবং গরু খুটান প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ দিলীপ ঘোষের পুজাে উদ্বোধনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নারায়ণগড়

যার গরু জয় লাভ করবে তাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা রয়েছে ।তাই জঙ্গলমহলের প্রতিটি গ্রামে শনিবার থেকে শুরু হয়েছে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাঁদনা পরব বলে জানালেন শিশির মাহাতো। তিনি বলেন জঙ্গলমহলের মানুষের মূল পরব হল বাঁদনা পরব।

সর্বস্তরের মানুষ বাঁদনা পরবে মেতে ওঠে। জঙ্গলমহলের প্রতিটি এলাকায় করোনা পরিস্থিতি কে দূরে সরিয়ে রেখে সর্বস্তরের মানুষ বাঁদনা পরবের অনুষ্ঠানে মেতে উঠেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here