দিল্লীর বাতাস বিষাক্ত

0
125

নিউজফ্রন্ট ওয়েবডেস্ক:দিল্লি বসবাসের অযোগ্য হয়ে উঠছে। বিশেষ করে শিশুদের জন্য। দূষণের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।তাই নিউদিল্লিতে মঙ্গলবার জরুরি জনস্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। ঘন ধোঁয়াশায় ঢেকে যাওয়ায় এ সতর্কতা জারি করা হয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। 

নিউ দিল্লিতে দূষণকারী পিএম ২.৫ উপাদানের মাত্রা ৭০৩–এ পৌঁছেছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ মাত্রা ৩০০–এর উপরে গেলেই ক্ষতিকর বলে বিবেচনা করা হয়।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) প্রধান ক্রিশান কুমার আগরওয়াল সংবাদ সংস্থা এএফপিকে জানান, নিউদিল্লির দূষণের মাত্রা বিপজ্জনক স্তরে পৌঁছানোর পর এই জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা করেছেন।

চীনের বেজিংয়ের চেয়েও বাতাসের মান খারাপ অবস্থায় পৌঁছালে ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) নিউদিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত নগর ঘোষণা করে।
এরপর বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট সাময়িক বন্ধ রাখা ও রাস্তা থেকে গাড়ি সরিয়ে নিতে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।

ছবি: টুইটর থেকে সংগৃহীত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here