নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
নিজেদের গানের অনুরণনে দর্শকদের হৃদয় মাতালো পারিজাত।দূরদর্শনের ডিডি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান “সকাল সকাল”এ লাইভ অনুষ্ঠানে আসর মাতালো মেদিনীপুরের জনপ্রিয় বাংলা গানের ব্যান্ড”পারিজাত”।বৃহস্পতিবার প্রাতঃকালীন অনুষ্ঠানে পারিজাতের মোট পাঁচজনের দল তাদের সহজাত প্রদর্শনে দর্শকদের হৃদয় জিতলেন।প্রথমেই নিজেদের গান “কি করবি কর”দিয়ে শুরু করেন পারিজাতের অন্যতম লিড সিঙ্গার তথা গীটারবাদক স্বাগত মাইতি।
এছাড়াও স্বাগত গাইলেন “জানিনা মন”এর মতো জনপ্রিয় গান। এরপর লোকসঙ্গীত “গিরগিটি” দিয়ে নিজের অনুষ্ঠান শুরু করেন অন্য এক লিড সিঙ্গার তথা গীটারবাদক সুমন্ত সাহা। “খাঁচার ভিতর অচিন পাখি” গানটি গাইলেন বেস গীটার বাদক ও গায়ক সৌমদীপ।পারিজাতের স্বাগত,সুমন্ত,সৌমদীপ যৌথ ভাবে পরিবেশন যেমন পরিবেশন করলেন তাঁদের নিজস্ব কম্পোজ করা “ভগবান””সময়” “তোমার ঘরে” তেমনি গাইলেন “ঝিঙাফুল” “”বকুল ফুল” এর মতো প্রচলিত জনপ্রিয় ও আকর্ষনীয় লোকসঙ্গীত গুলি।জনপ্রিয় গান “পৃথিবী” দুরন্ত ভাবে উপস্থাপন করলেন স্বাগত।গোটা অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে অক্টোপ্যাডে দেবব্রত এবং কীবোর্ডে কিংশুকের ভূমিকা ছিল অতুলনীয়।অনুষ্ঠানটিকে সুচারুভাবে সঞ্চালনা করেন সঞ্চালিকা দেবলীনা। “লাইভ ফোন ইন” এই অনুষ্ঠান চলাকালীন পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে দর্শকরা পারিজাতের অনুষ্ঠানের প্রশংসা করেন। উল্লেখ্য পারিজাত ইতিমধ্যেই সরকারী ও বেসরকারী নানা অনুষ্ঠানে যোগ দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছে।২০০৭ সাথে পথচলা শুরু করে,শুধু জেলা নয় জেলার বাইরে কোলকাতা, দুর্গাপুর, বালুরঘাট, বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর সহ রাজ্যের নানা প্রান্তে পারিজাত যেমন প্রশংসা কুড়িয়েছে তেমনি রাজ্যের বাইরে দিল্লি, ধানবাদ,আসামের বঙ্গাইগাঁও সহ অন্যান্য স্থানে তাদের অনুষ্ঠান দর্শকদের হৃদয় জিতেছে। অন্যদিকে জঙ্গলমহল উৎসব, কলকাতা বইমেলা,মিলনী উৎসবে মতো মঞ্চ গুলিতে পারিজাতের পারফরম্যান্স দর্শকদের তাক লাগিয়েছে।পারিজাতের প্রকাশিত বেশ কয়েকটি নিজস্ব গানের অ্যালবাম সঙ্গীতপ্রেমীদের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়েছে।
আরও পড়ুনঃ রাজবংশী ভাষা সম্মাননা পুরস্কার অনুষ্ঠান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584