নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
দু ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচে হারিয়ে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় করল বাংলাদেশ। শুক্রবার মাত্র ১২৭ রানের স্কোর নিয়েও ১০ রানে জয় পেল বাংলাদেশ।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২৭ রান তোলে বাংলাদেশ। মাহমুদুল্লাহ ৫২, সাকিব ২৬ ও অফিফ ১৯ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড ২ ও নবাগত ন্যাথান এলিস অভিষেক ম্যাচে হ্যাট্রিক করে বাংলাদেশকে ১২৭ রানে আটকে দেয়। ১২৮ রানের লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে অসি অধিনায়ক ম্যাথিউ ওয়েডকে ১ রানে ফিরিয়ে দেন নাসুম আহমেদ।
এরপর মিচেল মার্শ ও ম্যাক ডারমাট ৬৩ রান যোগ করেন স্কোর বোর্ডে। সাকিবের বলে ম্যাকডারমাট ব্যক্তিগত ৩৫ রানে প্যাভিলিয়নে ফিরে যান।২ রানে হেনরিকেকে ফিরিয়ে দেন শরিফুল। আলেক্স কেরি ও মার্শ ম্যাচে ফেরার কিছুটা চেষ্টা করেন।
আরও পড়ুনঃ বৃষ্টি বিঘ্নিত টেস্ট ম্যাচে তৃতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত
শেষ ২ ওভারে অস্ট্রেলিয়াকে জিততে হলে ২৩ করতে হবে এমতাবস্থায় ১৯ তম ওভারে মুস্তাফিজুর মাত্র ১ রান দিয়ে ম্যাচ পকেটস্থ করা প্রায় নিশ্চিত করেন। মুস্তাফিজের অসাধারণ বোলিংয়ের কাছে অস্ট্রেলিয়া আত্মসমর্পণ করে। ৪ ওভার বল করে মাত্র ৯ রান দেন তিনি।
আরও পড়ুনঃ দীর্ঘ ১৯ বছরের সম্পর্কে বিচ্ছেদ, বার্সেলোনা ছাড়লেন লিওনেল মেসি
এছাড়াও নাসুম আহমেদ ৪ ওভারে ১৯ রান দিয়ে ১টি ও শরিফুল ৪ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পর পর তিন ম্যাচে জয় টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে অনেকটাই স্বস্তি দেবে বাংলাদেশকে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584