কুমিল্লা কান্ডের মূল কাণ্ডারি ইকবালকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করেছে পুলিশ, উপযুক্ত বিচারের আশ্বাস শেখ হাসিনার

0
71

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

বাংলাদেশে দুর্গাপুজোকে ঘিরে অশান্তির তীব্র নিন্দা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার তিনি বলেন “এর ফলে শুধু অন্য ধর্মকে অসম্মান করা হয়েছে তা নয়, হেয় করা হয়েছে নিজ ধর্মকেও।“

Sheikh Hasina
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবিঃ সংগৃহীত

উল্লেখ্য, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে কুমিল্লার ঘটনায় দোষী ইকবাল হোসেনকে চিহ্নিত করেছে পুলিশ। ফুটেজে দেখা গিয়েছে, গভীর রাতে স্থানীয় একটি মাজার থেকে পবিত্র কোরান নিয়ে গিয়ে দুর্গামণ্ডপে রেখেছিল কুমিল্লার সুজানগরের বাসিন্দা ইকবাল। তবে এখনও ফেরার ইকবাল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে ইকবালকে।

CCTV Footage Kumilla case
সিসিটিভি ফুটেজ

সম্পূর্ণ ঘটনার যথোপযুক্ত বিচারের আশ্বাসও দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কুমিল্লা মহানগর আওয়ামি লিগের একটি দপ্তর উদ্বোধন কর্মসূচিতে ভার্চুয়াল বক্তৃতায় তিনি বলেন, ‘‘অন্য ধর্মকে অবমাননার শিক্ষা ইসলাম দেয় না। কুমিল্লার ঘটনা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাব, পবিত্র কোরান শরিফকে অবমাননা করেছে, অন্যের ধর্মকে অবমাননা করতে গিয়ে।“

আরও পড়ুনঃ মস্কোয় তালিবান উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ভারতের, আফগানবাসীদের সমস্তরকম আশ্বাস মানবিক সহায়তার

এদিনের বক্তৃতায় তিনি বলেন, ‘‘বাংলাদেশের সংবিধানের চেতনা অসাম্প্রদায়িক। এখানে সকলে স্বাধীন ভাবে নিজেদের ধর্ম পালন করতে পারবে।“ পাশাপাশি, হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলিকে উপযুক্ত সরকারি সাহায্যের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী হাসিনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here