নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
করোনাকে কাটিয়ে আস্তে আস্তে শুরু হচ্ছে সব দেশের খেলাধূলো। গোটা বিশ্বের টি-২০ টুর্নামেন্ট গুলো হচ্ছে যেমন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ হল, হচ্ছে আইপিএল। আগামী ডিসেম্বর মাসে হবে পিএসএল। তবে ঝুঁকি নিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাতিল।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, এই বছর বিপিএল করার ঝুঁকি নেব না।সামনের বছর কী হতে পারে দেখা যাক পরিস্থিতি বিচার করে দেখবো। আমরা কোনো খেলাই মিস করতে চাই না কিন্তু সবকিছুই নির্ভর করবে পরিস্থিতির ওপর।’
আরও পড়ুনঃ ছন্দময় ফুটবলে বাজিমাত মহামেডানের
নাজমুল আরও জানান, ’যখনই বিপিএলের প্রসঙ্গ আসবে তখনই বিদেশি ক্রিকেটারদের কথা উঠে আসবে। বর্তমান সময়ে বিদেশি ক্রিকেটার পেতে সমস্যা হবে। তবে আমরা এটা যদি বাংলাদেশে করতে পারি আমাদের কোনো আপত্তি থাকবে না।
আরও পড়ুনঃ গোয়াতে আইএসএল দলে করোনা হানা
তবে এই আয়োজন করাটা একটু বড়োই, কারণ যতজন খেলোয়াড় আছে তার থেকে টিম ম্যানেজমেন্ট অনেক বেশি। অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিলাম বোর্ডের ক্ষতি, ক্রিকেটারদের ক্ষতি তাও সিদ্ধান্তটা নিলাম।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584